সজ্জ্বল দত্ত



পাগলস্বপ্নে 
  ..................................................
                   ( উৎসর্গ  :  মন ) 

তুমি চাইলেই যা ইচ্ছে তাই পাগলস্বপ্নে মাতি
কাঁটা ঝোপঝাড় হঠাৎ গোলাপে লালে লাল রাতারাতি ।

তুমি চাইলেই উদাস বিকেল কাগজকলম সাথে
নৈ:শব্দ শব্দে মিশুক ছন্দোবদ্ধ হাতে । 

মুখ ফুটে বলো - আমাকে কেবল তোমার করেই চাই ? 
এক্ষুনি প্রিয় চিত্রকল্প জ্বালিয়ে পুড়িয়ে ছাই । 

তুমি চাইলেই কোথা থেকে যেন সাড়ে তিন কাঠা জমি 
সাজান বাগান ভিত করা - ধরো , মোটামুটি এরকমই । 

তুমি চাইলেই আগুন আকাশ প্রবল পুরুষ দাবী
ভিজে ঠোঁট থেকে একশো বছরে বৃষ্টিগন্ধ নাভি ।

তুমি চাইলেই অচল ট্র্যাফিক সচল সবুজ আলো
ছেঁড়া জামা যত ভিখিরির গায়ে শেরোয়ানি জমকালো । 

তুমি চাও তাই পুলিশের হাতে শান্ত স্নিগ্ধ লাঠি 
পাঁচমাথা থেকে ডোরিনা ক্রসিং তোমার জন্য হাঁটি ।

তবে এসো , চাও - ঘোলা রাজনীতি শুদ্ধ ঝর্ণাজল 
রাষ্ট্রযন্ত্র চলছে চলবে তোমার পূণ্যফল !

মন্তব্যসমূহ

  1. শেষ চার লাইনের আগে এক অদ্ভুত মায়া ও আদরের টান অনুভব করতে করতেই শেষে এসে চাবুক।এই নতুন রীতি এই ভেঙে দেওয়া অন‍্যরকম।পাঠক হিসেবে প্রথমাংশে আবেগ ও মুগ্ধতা জানালাম।শেষ চারে বিস্ময় ও দক্ষতার প্রতি কুর্ণিশ।

    উত্তরমুছুন
  2. সুমন চাটুজ্যে ঘরানা যেন 😊😊

    উত্তরমুছুন
  3. আমারও কবির সুমনকে মনে পড়ে গেল। অভিভূত হলাম শব্দবন্ধে, মেদুরতায়, কোমল রোম্যান্টিসিজমে। তবু তারপরেও জেগে থাকে এক বিপ্লবী মন, রাষ্ট্র নয়, দেশকে ভালোবেসে। 'এক্ষুণি' শব্দটা 'এখনই' হলে বোধহয় শ্রুতিমধুরতা বৃদ্ধি পেত, তবে তাতেও বিশেষ হানি হয়নি।

    উত্তরমুছুন
  4. ছন্দটাকে অসাধারণ ধরেছো। আর এ কবিতা তুমি আমাকে পড়িয়েছিলে। পুলিশের হাতে শান্ত স্নিগ্ধ লাঠি।

    উত্তরমুছুন
  5. অসাধারণ ছন্দবদ্ধতা। মোলায়েম কোমল শব্দের দৃঢ় অভিঘাত, মেঘময় এক পেলব সংলাপ কিভাবে রাষ্ট্র কে ছুঁয়ে যেতে পারে বিশাল ব্যাপ্তিতে তা দেখলাম।

    উত্তরমুছুন
  6. কবিতাটা চমৎকার! অনবদ্য আঙ্গিক! ধ্বনিস্পন্দে ছন্দ পরিষ্কার! সবচেয়ে বড় কথা অনেকান্ত পরিধির মধ্যে আপনি " তুমি" কে জায়মান, সঞ্চরমান রেখে বিবর্তনময় করে তুলেছেন। ব্যক্তিগত নিভৃতির পেলব রোমান্টিসিজম থেকে " তুমি" কে মুক্তি দিয়ে নিরন্তর বিনির্মাণের পথে রওনা করিয়ে দিয়েছেন। যদি বলি রাষ্ট্রযন্ত্র বা রাজনীতি তার একটা চিহ্নায়ক শুধু। গন্তব্য নয়, খুব ভুল হবে তাহলে? " বৃষ্টিগন্ধ নাভি" চমৎকার প্রতিমা!

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য