সন্দীপন চক্রবর্তী



অনন্ত
❀❀❀❀❀❀❀❀❀
অনন্ত কুঁকড়ে আছে শূন্যের ভিতর
সেই শূন্য ফেটে গেলে
শব্দ, ছবি, জীবনপ্রবাহ...


ভর দিয়ে দাঁড়াবো যে
এমন শূন্য আর আমার পকেটে নেই
এই কথা ওরা আজও বিশ্বাস করে না

ছবি থেকে তাই আজ শব্দ ছিঁড়ে নিতে হয়
শব্দ থেকে ছবি
এভাবে জীবন চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে

ডিউস বলের মতো লাল চাঁদ ঢেকে দেয়
আমাদের ঘর বাড়ি
উদ্ধৃতিময় এই বিশাল কোলাজ

ফিসফিস শব্দ করা মাধবীলতার গাছ
জানে না এখনও
অনন্ত কুঁকড়ে আছে শূন্যের ভিতর

মন্তব্যসমূহ

  1. শূন্যতার গভীরে পূর্ণতা...

    উত্তরমুছুন
  2. কৃষ্ণগহ্বর বিগ ব্যাং ব্রহ্মান্ড সৃষ্টি সব কিছু কতটুকু পরিসরে বলা হল। কবিতাটা আমার বেশ ভালো লাগলো।

    উত্তরমুছুন
  3. কৃষ্ণগহ্বর বিগ ব্যাং ব্রহ্মান্ড সৃষ্টি সব কিছু কতটুকু পরিসরে বলা হল। কবিতাটা আমার বেশ ভালো লাগলো।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য