সোনালী মিত্র


প্যাস্টেল শেড 
❃❃❃❃❃❃❃
ছোড়দিকে দেখতাম, বৃষ্টি নামলেই রঙ পেন্সিল আর এক দিস্তে সাদা পাতা নিয়ে দরজার সামনে পা ছড়িয়ে বসতে। বাটি থেকে মুড়ি গুলো হাওয়ার তোড়ে ছড়িয়ে যেতো ইট রাস্তাময়, কেবল পাটালী গুড়ের ডেলাটুকু জেগে থাকতো অনির্দিষ্ট ভরসায়। জলের ছাঁটে ওর এলিয়ে পড়া চুলের বেণী,মাক্সির শেষভাগ ও খাতার পাতা বৃষ্টি মাখতে মাখতে কখন যেন জলডিঙি! অবশ্য এসবে ওর ভ্রুক্ষেপই নেই। খসখস করে আঁকাবাঁকা হাতে লাইন টেনে কোনটায় নৌকো এঁকে ভাসিয়ে দিচ্ছে ড্রেনের জলে। কোনটায় বা ঘর এঁকে ছুড়ে দিচ্ছে ফুটপাথে ল্যাম্পপোষ্টের জলহলুদ ধূসরতার দিকে। কোনটায় বা মস্ত গোলাপ  রাঙিয়ে রক্তাক্ত ওর একান্ত মালভূমি।
একদিন খুব বায়না ধরে বসলাম, ওর নড়বড়ে শরীরটাকে ছুঁয়ে , একটা নীলকন্ঠ পাখি এনে দিবি দিদি আমায়?ঠিক তোর মতো নীলেনীল , ঠিক মেঘলা দুপুর খুশি মত জারুল গাছে বসে। দিদি কি বুঝলো কে জানে! আমার ঠোঁটের ওঠাপড়া দেখেই , খসখস করে খাতায় হাবিজাবি কাটে।ওমা এ যে দেখি দিব্যি আমার পাখী! কিন্তু ওকিরে! ও খাঁচায় কেন বন্দী? দে, দে এখুনি ওর দরজা ভেঙে দে। দিদি আমায় বায়না রেখেছিল,উড়িয়ে দিল সে পাখিকে নদী,নালা,খেত,খামার,পাহাড় ছাড়িয়ে...
বৃষ্টি আজও নামে,ছোড় দির হাতে প্যাস্টেল শেড একে অপরের বুক ছুঁযে খেলা করে।বৃষ্টিস্নাত নীলকন্ঠ জারুল গাছে বসে, ডানাপোড়া পাখীর পায়ে শিকল কাটার গল্প। ডানাপোড়া পাখীর গায়ে দহন জ্বালার গল্প। ডানা পোড়া পাখী বেরঙ রোগের শিকার। রঙের নেশায় মেতে ছোড়দি জানতই না ইরেজারে রঙ মোছা যায় না। রঙের বহন চেপে বসে আরো সাদা পাতার উপর্। মুখে বু বু শব্দ ,বিস্ফারিত চোখে পাগলের মত ঘষে চলছে রাবার ...ছিঁড়েই যায় সমস্ত জীবন পাতা।
আঠারো মাস মানসিক হোমে থেকে অন্ধকারের ভূতেরা ছড়িয়ে গেছে ওর পেটের মধ্যে নয় মাসের আলো। অথচ , ঈশ্বরের  জন্ম দেব বলে অন্ধকারে আমি-আমরা দোয়াত খুলে বসি....

মন্তব্যসমূহ

  1. অসাধারণ লেখা। যন্ত্রণার প্রতিচ্ছবিও কাব্যিক হয়ে ওঠে এই লেখায়। শেষে এসে মনখারাপ ছুঁয়ে যাওয়া এই লেখার স্বতঃস্ফূর্ত চলন।

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  3. ছিঁড়েই যায় সমস্ত জীবন পাতা।--ভালো লিখেছ সোনালী। মন কেমন করা লেখা।

    উত্তরমুছুন
  4. আজ প্রিয় বোনটির সৌজন্যে আমার অনেককিছু উদ্ধার হল!

    উত্তরমুছুন
  5. খুব খুব সুন্দর একটা লেখা। শুধুই মুগ্ধতা...

    উত্তরমুছুন
  6. খুব খুব সুন্দর একটা লেখা। শুধুই মুগ্ধতা...

    উত্তরমুছুন
  7. এক মায়াচিত্রকল্প। সেই সব মেয়েবেলা। বিভ্রম। ভ্রম। শিকল কেটে উড়ে যাওয়ার ভ্রম বুঝি। অদ্ভুত এক ডানাঝাপটানো মুক্তগদ্য। অসাধারণ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার মন্তব্য পেয়ে খুব খুশি হলাম দাদা। শ্রদ্ধা জানবেন

      মুছুন
    2. আপনার মন্তব্য পেয়ে খুব খুশি হলাম দাদা। শ্রদ্ধা জানবেন

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য