রামপ্রসাদ মুখোপাধ্যায়
/আমারই নিবিড়ে তুমি/
যেখানে সেখানে চলে যাবো, তোমাকে ছাড়াই, একা একা ফল পাড়বো, ফুল কুড়োবো, উটের গ্রীবার পাশ দিয়ে হেঁটে যাবো মরুভূমিতে, দু হাত ছড়িয়ে শুয়ে থাকবো হরিৎভূমিতেও।
বৃষ্টি মাখবো, রোদ্দুর মাখবো, চড়ে বসে থাকবো সাগরের ঢেউ এর চূড়ায়। যে কোনো শান্তি মিছিলে পা মিলিয়ে জানিয়ে দেবো আমার নীরব প্রতিবাদ। অন্ধকারের মুখে ছুঁড়ে দেবো অন্তহীন স্বপ্ন আর আলো।
এই সবকিছু, আরও সবকিছু করবো আমি। যাচ্ছেতাই...
যেখানে সেখানে চলে যাব একা একা, তোমাকে ছাড়াই
আসলে এ কথা নিশ্চিত জানি,অচ্ছেদ্য তুমি সর্বদাই
আছো আমারই নিবিড়ে, আমার একান্ত অর্জনে।
/ উড়াল জানে যে /
হতাশার জন্য কোনো আসনই খালি নেই
নিঃসঙ্গতা, বিষণ্ণতা, অবসাদ জাতীয় শব্দসমূহকে
নির্বাসন দেওয়া হয়েছে ব্যক্তিগত অভিধান থেকে
এসব কিছুই যে আত্মরক্ষার জন্য, তা নয় ;
মূলত আত্মজিজ্ঞাসা, আত্মঅণ্বেষণ ও
আত্মস্থাপনাই অভীপ্সা আমাদের
আমরা এ কথা জেনে গেছি যে
আকাশ প্রকৃত অর্থেই অন্তহীন এবং অসীম
যে উড়াল জানে, সব তর্জনীই তুচ্ছ তার কাছে
/ সৃষ্টির রহস্য বিন্যাস /
কড়া নাড়ি, ধাক্কা দিই বন্ধ দরজায়,
ভেতরবাড়ির হিম স্তব্ধতা
প্রত্যাখ্যান করে আমাকে।
ভাগ্যক্রমে যদি দরজার আগল
খুলে যায়
যদি প্রবেশ সহজতর হয়, -
আমিও মুক্তপুরুষ!
দরজাগুলো একে একে অতিক্রম করি,
আমাকেও একে একে
অতিক্রম করে তারা।
খাদ্যসামগ্রীর মতো আমাকেই
গ্রহণ করে তারা, যেমন
আমিও গ্রহণ করি তাদের যথাযথ
প্রাণের সুস্বাদু আহার!
/ পরম /
যা দেখছো, তাই সবকিছু নয়
যা শুনছো, সব কিছু নয় তাও
গন্ধে, স্বাদে, স্পর্শে
যা কিছু সত্য বলে মনে হয়
তার সবটুকু সত্য নয় জেনো।
এসো সেই মহাসত্যের অনুসন্ধান করি ;
যা ইন্দ্রিয়-অতীত
অনুসারী হই সেই পরমের,
যা আমাদের পৌঁছে দেয় অতীন্দ্রিয়তায়।
এসো অবগাহন করি
এসো নিমজ্জিত হই অনন্ত অতলে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন