অভিজিৎ দাসকর্মকার



দশগুণ বেড়ে যাওয়া শব্দের শারীরিক অবস্থা
✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤
রাতজাগা এপিটাফ পাশ কটিয়ে এলাম,
অনেকক্ষণ একা বসেছিলাম পাটিগণিতের খাতায়,


দীর্ঘ নর্মদাশ্বাস ফেললাম অধিক ক্লান্তির আয়েশ না-করা শরীরে
তখন বিকেলের উপেক্ষারাও বিষণ্নতায় ঠোঁট পালিশ লাগিয়েছে, কারণ
এবার সনাক্তকরণের গ্রামীন আবহাওয়ায় নির্ভুল সাক্ষরতা দেয়া হবে

ঢাক বাজাও____
বিসর্জনের ঐতিহ্য ধরে গত অক্টোবরে অনেকবার বুকের ভিতর কার্বন বিপ্লব করেছে,
আর আমি!
   বৃষ্টিপাতের পরে সরলরেখা ধরে রুম বুক করে রেখেছি।

দ্বিতীয়বারের জন্য ম্যাট্রিক্স থেকে ধারণা নির্ধারণ পর্যন্ত
দশগুণ বেড়ে যাওয়া শব্দের শারীরিক অবস্থায়
অ্যাকোরিয়াম ভেবে ক্যাটফিস ঢুকছে বেরোচ্ছে।
নগ্ন মেমব্রেন সাপের ডি এন এ- মধ্যে গার্হস্থ্য যাপন করছে।

ভাবনার ঋণ, ঋণাত্মক ক্যাটালিস্টের পৌরাণিক জলে পোশক খুলেই সবকিছু নিয়ে ঝাপ দিয়েছে _____

  বেল্টের নিচে ভাত-পাটশাক,আলুপোস্ত
                সব নিরামিষ কমা, ল্যাম্পপোস্টের দাঁড়ি
  এসবের সাথে ফুলস্টপ।
উফ, এই রকম পরিস্থিতিতে ————
বাথরুমের প্রবেশমুখে বাইরের ঠকঠকানি,

কি করে বলি, আমি এখন অশ্লীলতাকে আচমন করছি।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য