বীথি চট্টোপাধ্যায়
জীবন ছিন্নপত্র
⭐⭐⭐⭐⭐⭐⭐
রাতে নদীতীরে দুর্যোগ চলছিল
তাই লেখা হোল গভীর কয়েকছত্র;
পদ্মার জল অতলে স্পর্শ করে
নদী হয়ে ওঠে পেলব ছিন্নপত্র।
#
যা মনেহচ্ছে কোথাও তো বলে যাবে
পৃথিবীকে নিয়ে সুদূর যে পরিচয় -
সেই চিঠি পড়ে জীবনকে ভালবাসি
মৃত্যুকে খুব একাত্ম মনেহয়।
#
একেকটা গ্রাম যেভাবে পেরিয়ে যেত
কবি বজরায় মন্থর গতিবেগে...
কূল ছেড়ে সব অকূলে মিলিয়ে যায়
বাইশে শ্রাবণ বিদ্যুৎ আর মেঘে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন