সুতপা দেবনাথ

আজকাল
#######
কাল সারাদিন কুসংস্কার আর আধুনিকতার চর্চায় বড়ো বক্তা ছিলে তুমি, 
পাটভাঙা  পাঞ্জাবীটি তিনদিন  ঘষেছিল রোগা বউটি, 
তবে তোমার মন মতো হলো, একটু কোঁচকানো তোমার  পছন্দ নয়।
তোমার বক্তব্য যেমন স্মুথ আর  পরিমার্জিত, 
তেমনি তোমার পোশাক চুল সব  পরিপাটি  ।
সকালে একটু পদযাত্রা, বিকালে  আশ্রম রবীন্দ্র সংগীত ,
রাতে একবার  ঠেক ঘুরে বিদেশী না হোক দেশিতে গলা  ভিজিয়ে 
কাব্য রানীকে  পিঠে  নিয়ে রুটি আলু তরকারি, 
মনে মনে  ভাঁজ চলে  রবিবার  চিকেন  আনতেই হবে ।
ঢলঢলে হাতার বউটির  হূক খুলতে গিয়ে  দীর্ঘশ্বাস -ই  পড়ে ,
ভাতটাও  পেট ভরে  খেতে পার তো? 
শরীরে  কিছুই তো  নেই --নিঃশব্দে পাশে  শুয়ে থাকে  নারী 
দুএক  ফোঁটা নোনা জল গালে  গড়িয়ে নামে  ।
লুঙ্গির গিঁট  পুনরায়  বাঁধতে বাঁধতে  
আধুনিক কবি  খুঁজে বেড়ায়  বেনীমাধব শীল ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য