নীপবীথি ভৌমিক


ভাইরাস
✢✢✢✢
হাতের রেখায় রেখায় ফুটে উঠেছে আজ বিক্ষতের মানচিত্র

  এ কি কোনো অসময় না দুঃসময়ের মহড়া !

     গাছের পালক ছুঁয়ে নেমে আসছে 
  ক্রমশ বিক্ষুব্ধ বাকল। রক্তে রক্তে জমা হচ্ছে 
   অভিনয় প্রতিনিয়ত...

       অথচ মৃত্যুকে আমি দেখেছি
  ভালবাসায় ভর করে আসা কোনো এক 
     পাখির সুরে 

     ক্রমশ দ্রুতগামী এই ভাইরাস,
   মানুষ নয়, ছিঁড়ে খাচ্ছে মনকে, পর্দা আর‌ প্রতিবিম্বের মাঝখানে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য