সম্পাদকীয়
বারিষনামা কথা ছিল "বাতিঘর অনলাইন" "বারিষনামা" সংখ্যা প্রকাশ পাবে যখন আকাশ ঢাকা থাকবে ঘন কালো জলমেঘে।বাতাসে থাকবে বৃষ্টির গন্ধ। ভারী ব্যাপক বৃষ্টি ঝরবে তোমার আমার বুকের মধ্যে। বিবসনা গাছ গাছালি ভিজে যাবে অকাতরে।মাটির সোঁদা গন্ধে মাতাল হবে অরণ্য। মেঘমল্লার রাগের আলাপে বিস্তারে মাতোয়ারা হবে বন পাহাড়। আমরা কেউ ঝুলবারান্দা থেকে দেখে নেব কুর্চি ফুলের স্নান। চোখে মুখে বুকে মেখে নেব বৃষ্টি।অদূরে বৃষ্টি মাখবে বাদলদিনের প্রথম কদম ফুল। নদী উঠে আসবে পথে।ভাসিয়ে দিয়ে বলবো, যা রে কাগজের নৌকো...। আমার মতো তোমার জানালার কাচও আবছায়া হবে। সার্সিতে আছড়ে পড়বে প্রবল আত্মবিশ্বাসী ও নাছোড়বান্দা বৃষ্টির ফোঁটা। ভিজে যাবে আমাদের ভিতর ও বাহির। বাসস্টপে জল জমবে।এক ছাতায় মাথা রেখে অবলীলায় হেঁটে যাবে প্রেমার্ত ছেলেমেয়েটি।মেঘবালিকাদের কি সে উল্লাস! বৃষ্টি বলে ডাকে আমায় শোনার আগেই লেখা হয়ে যাবে এক পৃথিবী রূপকথা।হয়তো বা হবে না।শুধুই আঁকিবুঁকি।কছের মানুষ দূরে থাকার কারণে, নিয়তি নির্ধারণে চোখের নোনা জলের সাথে মিশে যাবে সমব্যথী এক বৃষ্টিকণা। অনেক দূরে এফ এম এ বাজবে 'রিম ঝিম গিরে শাওন... ...