শ্রাবণী গুপ্ত
উত্তরীয়
কেন যে শ্রাবণ আসে—
কেন হৃদে বেজে ওঠে বর্ষার রাগ!
ফুল থেকে ঝরে পড়ে সমস্ত পরাগ,
ঝরে যায় ফুল
বৃষ্টি তুমুল!
ভাবি—
কীভাবে ফুলের থেকে ভেসে আসে রেণু
আর—
রেণুর বিভাব লেগে রঙে রঙে সমস্ত শ্রাবণ...
ভিজে যায় ঘাস, ভেজে মাটি
দেখি
তোমাকে ভাসাতে এসে
আমাকেই ডুবিয়েছে স্মৃতির জামাটি।
অপূর্ব নিস্পাপ একটি কবিতা!
উত্তরমুছুন