মীরা মুখোপাধ্যায়
শ্রাবণী পূর্ণিমার কবিতা
বেস ক্যাম্প ধুয়ে যাবে বরফের দুধে
এবং বৃষ্টি নামবে, এরকমই ঠিক ছিলো।
তা বৃষ্টি নামলো না এবছর,
যাত্রীদের শেষ দলটি এসে পৌঁছেছে এইমাত্র
কাঠ জ্বলছে চটির এক একপাশে,
আগুনে কেমন পার্ফিয়্যুমের গন্ধ
সবাই আগুন ঘিরে বসে, চা ফুটছে
বেস ক্যাম্পের বাইরে পূর্ণিমা গলছে, গলে পড়ছে...
সম্পূর্ণ অপরিচিত যে দুটি যুগল
বৃষ্টির শব্দের মধ্যে বলতে চেয়েছিল কিছু
বৃষ্টি নামল না বলে বলতে পারল না
একসময় সবাই ঘুমিয়ে পড়ল
এবছর পূর্ণিমায় আশ্চর্য ! বৃষ্টি হলো না
ব্লান্ট ইনস্ট্রুমেন্ট
প্রতিবারই সেই রাত পোহানোর জন্যে অপেক্ষা
আর ঘটা করে সকাল হবার সাথে সাথেই
কয়েকটি সমুদ্রসাপ তাদের বিষাক্ত থুতু
ছুঁড়ে দেয় নুলিয়া ও স্নানার্থী মেয়েদের দিকে।
মেয়েরা জানে না যে বয়ঃসন্ধির
নুলিয়া ছেলেটা স্বপ্নেও সাপ দেখে,
মেয়েছেলে কাস্টমার মানেই জলের ভিতরে
সেই গা ছমছমে ভয়.....
চিৎ উপুড় যেভাবেই ভাসাও তাদের
জলের গভীরে গেলে
সেই সাপ আর ভোঁতা অস্ত্রের কথা মনে হয়
অতীব সুন্দর! মীরাদির লেখা মানেই অন্যমাত্রায় সুরের খেলা চলে অক্ষরে অক্ষরে।
উত্তরমুছুনদুটি কবিতাই ভালো লাগলো।
উত্তরমুছুন- রাজদীপ ভট্টাচার্য
খুব ভালো লাগল দুটি কবিতাই।
উত্তরমুছুনস্যালুট মীরাদি ! সবসময় ঝলসে ওঠেন 🌷
উত্তরমুছুনদুটো কবিতাই খুব ভালো। আমার প্রথমটি বেশি টাচ করল।
উত্তরমুছুন'এবছর পূর্ণিমায় আশ্চর্য ! বৃষ্টি হলো না' -- রাজদীপ