তিতাস বন্দ্যোপাধ্যায়
জঙ
আরেকবার,
ফিরে যাওয়ার চেষ্টা করতেই মনে হল-
আদি জন্তুর চিৎকারে কেঁপে উঠবে বনভূমি।
শাসকের গভীর মনোযোগ গিয়ে পড়বে বহু পুরনো বিলে।
বিলের পাশে একটি সারস
চকচকে ঠোঁটে মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছে বিলকুল।
হাঁটু জন্তুর চিৎকারে,
সারসের ঠোঁটের আঘাতে
জড়সড়।
মৃত
মাছে,
আঁশে -
ফিরে যাওয়ার চেষ্টা করতেই জানলাম
'ফেরা' শব্দে জঙ ধরে গেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন