বৈজয়ন্ত রাহা
তেমন কিছু নয়
১
মৃত্যুর মতো ঘুম, অথবা ঘুমের মতো মৃত্যু
আসে বারবার
চুম্বনের চারিপাশ জুড়ে নেমে আসে গাছেদের
অপার মহিমা,
সূর্যালোক, নদীদের গহীন শিৎকার, পরজন্মে
ধুলোদের ক্লান্ত আবহ
এইজন্মে বুকে এসে বাজে;
তোমার চোখের মতো আলো
তোমার বুকের মতো ঘর, শালুকের নীল গান
মূর্তি হয়ে ওঠে অন্তহীন...
২
জানলা খোলাই থাকে, আচম্বিতে ঢুকে পড়ে মেঘ,
ভাঙা পাড়, তড়িৎ শাস্ত্র, ঘূর্ণিঝড়, পাহারার
ঘোলাটে আকাশ
একা একা নৌকা বায়; মাথায় কে হাত রাখে?
বন্ধুর বোন?
কলমেরা আততায়ী, বনাঞ্চলে ঢেলে দেয়
বিষাদের জল--
৩
কাজ নেই? কাজ নেই কোনো?
শরৎ ঠোঁটের ফাঁকে মৃত্যু বাজায় , শোনো?
ভালো লাগলো
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনযেন মৃত্যু নিয়ে খেলার অভিপ্রায় কবিতা জুড়ে। ভালো লাগল
উত্তরমুছুনখুব ভালো লাগলো
উত্তরমুছুনপ্রতিটি কবিতাই সুন্দর।
উত্তরমুছুনভালো লাগলো
উত্তরমুছুনPl. Explain the underlying idea of temon kichhu noi.
উত্তরমুছুন