সাহানুর হক
বান্ধবীর ফোন এলে
আধো ঘুমে পিয়ানো বাজাই ভাবনার
সে কতটা আগুন, সে কতটা পানি!
অবাক স্টেশনে দাঁড়িয়ে থাকে রেলগাড়ি জীবন
গভীর শৃঙ্খলা চুঁইয়ে পড়ে একা করে চলে যাওয়ার ভয়
জ্যোৎস্নাবিহীন অন্ধকারে মোমবাতির আলোয় মুগ্ধতা খননে
অজস্র বুকের হাড়ের চুরমার শব্দ হাওয়ায় শুনতে পাই
চাষী নই তবু যেন চাষ করছি এমন বিষাদ মনের জমিন
খুঁড়ে খুঁড়ে বের করছি আলেখ্য পৃথিবীর বিভিন্ন ঈশ্বরকে
আমাকে আহতকারী সমস্ত দ্রবীভূত ভাবনাদের
অপেক্ষার বিপরীত দিক থেকে জ্বালাতে দেখি
দূরূহ বিরহের অগ্নিশিখা
বান্ধবীর ফোন এলে
ধ্বংসাত্মক মনে হয় এই সবকিছুই!
বুকের হাড়ের চুরমার শব্দ হাওয়ায় শুনতে পাই।👍👍
উত্তরমুছুন