উপাসনা সরকার

 


 প্রেম বেঁচে থাক বৃষ্টি হয়ে 


শহর শুধুই বর্ষাবিলাস?অঝোর তুমি ভিজবে কবে?

পথ হারিয়ে ঘাস মাটিতে কোলাজ বুঝি এমনি হবে? 


উদযাপনে মনটি তোমার কেনই রাখো শূন্য করে

একই ক্যাফে,ডুপ্লেক্স ফ্ল্যাট, এতেই তোমার মনটি ভরে? 


না না ওসব আজ তবে থাক,দু হাত পেতে বৃষ্টি ধরি

এই বর্ষায় প্রেম হবে না,মানবে না তো বৃষ্টি পরী 


আলপথ আর বৃষ্টি টাপুর,নূপুর আমার তরঙ্গ জল

আসমানী রং শাড়ি দিয়েই মিটবে সেসব,তাইনা রে বল 


দুই চ্ছত্র মনের কথা বর্ষা এলেই নৌকো গায়ে

শুভমিতা খুব গেয়ে যান বৃষ্টি কেমন পায়ে পায়ে 


সিটটি ট্রেনের,জানলা গোপন,খাতার পাতায় মুক্তো ঝরে

প্রেম বেঁচে থাক বৃষ্টি হয়ে,,বিলাসব্যথায় না হয় ভরে


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য