সুরজিৎ বেরা
নদীর পাড়
তরু ক্ষয় দিনে
কূলে
আঁকা ট্যারা ব্যাঁকা ঢেউ ছুঁলে
মনে হয়— প্রত্যহ এমন
ছুঁয়ে দেখি, কে কেমন
রেখেছে তার
স্নেহধন্য — নদীর পাড়।
কোথাও পাথর-নুড়ি, কোথাও কাদামাটি
শীতলপাটি
দাগ
মৃৎ-চোরা বেহাগ!
তরু ক্ষয় দিনে
কূলে
দুহাত সমর্পণে — অশ্রু ঋণী ঠুঁটো জগন্নাথ...
মৃৎ-চেরা বেহাগ.. খুব সুন্দর
উত্তরমুছুন