তৈমুর খান
একটা নীল মেঘ পতাকা উড়িয়ে দিয়েছে
এসো, গড়িয়ে যাই
ভোর হয়ে গেছে কবে
আমাদের আলোগুলি জলে জলে ছড়িয়ে দিয়েছি
মনোরম জল আজ
ভাঙা ও ধূসর মনের হ্রদগুলি জুড়ে বয়ে যাক
প্রশান্তির হাঁসগুলি ঝাঁক ঝাঁক নেমে এসেছে
আজ কোথাও ক্লান্তি নেই
সব গাছ ক্লান্তি রঙের ফুল ঝরিয়ে দিয়েছে
এক একটি হাত বৃহৎ হাত হয়ে ডেকে নিচ্ছে আমাদের
পাহাড়ি কন্যাদের ঘুঙুর বেজে উঠছে ঘন ঘন
চলো, গড়িয়ে যাই
নবজাগরণের দেশে একটা নীল মেঘ
পতাকা উড়িয়ে দিয়েছে
ভালো লাগলো । বেশ কয়েকটি লাইনের মাধুর্য অপরিসীম অভিঘাত সৃষ্টিতে সক্ষম । বলিষ্ঠ ।
উত্তরমুছুন"নবজাগরণের দেশে একটা নীল মেঘ পতাকা উড়িয়ে দিয়েছে" গভীর প্রেমের সঙ্গে মানবিক সভ্যতার দৃষ্টান্ত উঠে এলো।
উত্তরমুছুনকবিতাটি শান্ত অথচ তীব্র, গভীর এক ব্যঞ্জনার মধ্য দিয়ে পাঠকের একান্ত অভিনিবেশ দাবি করে।
উত্তরমুছুনপ্রকৃত পাঠকের কাছে কবিতাটি সত্যিই অনন্য।
উত্তরমুছুনএদেশেও নবজাগরণ দরকার ফের। কবিতায় যেন সেই আকাঙ্ক্ষার কথাই ফুটে উঠেছে। 👍
উত্তরমুছুনখুব ভালো লাগলো। নরম তুলতুলে অথচ তীক্ষ্ণ ধারালো। ভালো থাকুন কবি। 🙏
উত্তরমুছুন