কুশল মৈত্র

 


 বাবা - ৬ 


আজকাল রাতে আর ঘুম আসে না

জেগে থাকি পেঁচার তীক্ষ্ণ দৃষ্টিতে 

বাবার জ্বলন্ত চিতাকাঠ বুকবারান্দাতে 

ফুরিয়েও কিছুই ফুরায় না। 


হারানোর বেদনা কুরে কুরে খায় 

স্মৃতির অন্তরায় নিরবচ্ছিন্ন কুয়াশা 

ছায়া শরীর বাবা হাওয়ার দুলুনিতে 

সবই ভারী অন্ধকারে ছয়লাপ। 


জল আসে মস্তিষ্কের গরল থেকে 

বালিশ ভিজে যায় অনিশ্বর 

বাবা গঙ্গায় ভাসানো নাভিমূলে ঈশ্বর 

স্মৃতি আয়নায় জন্মপঞ্জিকায় বৈরাগ্য সংগোপন... 



বাবা - ৭ 


চোখের আড়াল হলে 

মনে পড়ে শুধু তোমাকে 

শতসহস্রবার ডেকে চলি 

ধুলোয় হাওয়ায় অদৃশ্যান্তে পূর্বাপর 

বিভঙ্গ আয়নায় ছায়াশরীরে 

তোমার কথা ভেসে আসে সশব্দে 

ঘরখানি গমগম করে এখনও 

তোমার গায়ের গন্ধে বাবা...


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য