মঞ্জরী গোস্বামী

 


 শ্রাবণনামা



মেঘ নেমেছে বুকপকেটে  ভিজছে সাদা খাম

শ্রাবণ কোনও কাজল চোখের বাপের দেশের নাম

ব্যস্ত হাতের শাঁখা পলায় কাঁচের চুড়ির দিন

চুড়িওয়ালা চলে গেছে রঙিন ফিতের ঋণ

ফিতার মত পথ গিয়েছে বাবলা তলা দিয়ে

কালো জুতোর দল এসেছে ঝড়ের খবর নিয়ে

ঝড় ওড়াবে পালক পানা এক্কা দোক্কা মন

মনকে বেঁধে রাখতে কত ধনুক ভাঙা পণ

বাড়ির পাশের নদীর ছিল বাঁকা ধনুক টান

শ্রাবন নামায় চোখের কোলে নিষিদ্ধ  আনচান

বাদলা দিনে কে গো মেয়ে খোপায় অভিমানী

তোমার বুকের কদম ফুলের পরাগ হতে জানি

তোরঙ্গ আজ খুলেই দিলাম যা ভাসিয়ে যা

বাবা মায়ের মেঘলা খুকুর কাগুজে নৌকা


মন্তব্যসমূহ

  1. ছন্দ মিল-এ অদ্ভুত শ্রাবণ নেমে এলো কবিতা জুড়ে। যেন বৃষ্টিতে ভেজার অবকাশেই এক লহমায় অতীতে ফিরে যাওয়ার প্র‍য়াস। 👌খুবই ভালো লেখা।

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর ❤️❤️❤️❤️

    উত্তরমুছুন
  3. কাগুজে নৌকা। মুগ্ধ হলাম।

    উত্তরমুছুন
  4. শ্রাবণনামা ভালো লাগল

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য