সুস্মিতা গোস্বামী সরকার
বিষাদ বর্ষা
গভীর নীল মেঘ আসুক, ধারাপাতে বর্ষার নামতা
সিঁড়ি ভাঙা বিদ্যুৎ লাফ দেবে মাঠের বুকেই
অগুনতি রেফ জানলার কাঁচ বেয়ে ঘন আষাঢ়
চেনা চেনা বেল ফুলে কামিনীর থোকায় থোকায় ভরা যৌবন জল
হাসনুহানার নীচে শঙ্খ লেগে মিলে যায় সর্পিল জীবন..।
এ সব জল ছবি ছায়া ঘেরা সোঁদা মন কেমনের
উন্মনা বালিকা বেলা খুঁজে ফেরে চোখের প্রশ্রয়
কাজল বুলিয়ে যায় গাঢ় ঘন আষাঢ় শ্রাবণ..
ঝরে যায় না পাওয়ার টপটপ জল !
এসেছিল সে, তবু ..কথায় কথায় কেটে গেছে মেঘদূত কাল..
ভুল বোঝা অলকায় ক্ষয়ে গেছে জীবনের সমস্ত ঋতু!
দুই পারে নির্বাণ সেতু.. মোক্ষের বোধি বৃক্ষ...
পৃথক বলয়ে নির্মোক
এসেছিল সে, তবু ..কথায় কথায় কেটে গেছে মেঘদূত কাল...
উত্তরমুছুনসুন্দর লিখেছেন দিদি। -- রাজদীপ