রিমলী বিশ্বাস

 



 বৃষ্টির গান 


আমার পথে বৃষ্টি নামে যদি

ভুলেও আমি বর্ষাতি খুলবো না

বৃষ্টি আমার শরীর ভিজিয়ে দিলে

জলবিন্দু স্নানঘরে মুছবো না 


কে যে কাকে আঘাত করে কখন

বুক চিরে যায় বজ্রাহত যেন!

কোন অছিলায় ফিরিয়ে আনি মেঘে

আদিম স্বভাব, অঝোর ধারা কোনো! 


ঈষদুষ্ণ স্তনের নীচে হৃদয় 

ঘুম ঘুম পায় তারও ভীষণ ভাবে!

একটা কোনো ব্যতিক্রমী দিনে

এফোঁড় ওফোঁড়  বিদ্যুৎ চমকাবে! 


ভালোবাসায় সবটা অমার্জিত 

অথবা সুরে সারেঙ্গীটা বাজে

বৃষ্টি এলেই লিখতে বসি চিঠি 

গৃহস্থালি, মন লাগে না কাজে 


এই কী তবে দীর্ঘ পরিক্রমা!

একটা ঋতু পাগল হতে বলে

কী থেকে কী বিচ্যুত বিভ্রমে

বাউল হল আটপৌরে জলে! 


তার যে আমায় ভীষণ মনে পড়ে

সেসব কথায় ছাই দিয়েছি কবেই

পুড়তে পুড়তে নিজেই যখন ধুলো

বলছি ভালোবাসলে এসো তবেই 


কীসব কথায় ভুলিয়ে রাখো বিকেল

সকাল তোমায় এই বুঝি শেখালো

বরং প্রিয় পোষাক খুলে রেখে

নিতান্ত হও, বৃষ্টি এসে গেল! 


ভিজতে ভিজতে শূন্যতাদের ডানায়

বসবে দেখো নতুন প্রজাপতি

কাছ ঘেঁষে আজ নাহয় থেকে গেলে

কি আর তাতে এমন কিছু ক্ষতি! 


পাহাড় জুড়ে বৃষ্টি নামে যখন

নীল রঙেতে জাদুর ছোঁয়া লাগে

একলা আমার দোহার গানে তুমি

মিশতে থাকো আমার আসার আগে 


কোন থাকাতে তোমায় খুঁজে পাব

ঠিক জানা নেই, তবুও বৃষ্টি এলে

বহুদিনের চেনা চাতক আমি

মরেই যাব, এবার দুঃখ পেলে।


মন্তব্যসমূহ

  1. চেনা রিমলী, দারুণ।

    উত্তরমুছুন
  2. বেশ তো! ছন্দমিল-এ বর্ষার কবিতা! বেশ ভালো।

    উত্তরমুছুন
  3. "একটা কোনো ব্যতিক্রমী দিনে
    এফোঁড় ওফোঁড় বিদ্যুৎ চমকাবে! "
    খুব সুন্দর কবিতা। -- রাজদীপ ভট্টাচার্য

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য