দেবজ্যোতি রায়

  

পথ 


পিঠে বড়শি নিয়ে ঝুলে পড়লাম যেন 

গাজন-সন্ন্যাসী 


নীচে আগুন ও হাততালি 

সমবেত জনতার দু-চোখে সমীহ 


চাহিদা ও জোগানের দাঁড়িপাল্লা নিরালম্ব হতে হতে

ডুবে যায় শূন্যের গভীরে 


ফকিরের ঝোলা নিয়ে পথে নেমেছেন 

উদাসীন মহেশ্বর। 

ঝোলার ভেতর জ্যোৎস্নার থৈ থৈ 

আকন্দ ফুলের গন্ধ, প্রাক্-ইতিহাস 


পাখিদের গানে কাঁপে পথের হৃদয়। 

জনপদ পার হয়ে পথও চলেছে 

পদ্মপাপড়ির দিকে। 


অন্ধ সময়ের চোখে একটি একটি জ্বলে উঠছে

মাটির প্রদীপ।


মন্তব্যসমূহ

  1. শব্দ আশ্লেষের নিখাদ আত্মীয়তা যেন আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরল...আহা! অপূর্ব!

    উত্তরমুছুন
  2. অসাধারণ কবিতা। "নিরালম্ব হতে হতে ডুবে যায় শূন্যের গভীরে "... "পদ্মপাপড়ির দিকে " দুর্দান্ত লেখা দাদা। -- রাজদীপ

    উত্তরমুছুন
  3. খুব সুন্দর কবিতা। খুব ভালো লাগল।

    উত্তরমুছুন
  4. অসাধরণ। কী পরিমিত চয়ন!

    উত্তরমুছুন
  5. Read Debjyoti's poems and you will find yourself transported to a rarefied world of beauty. An amazing poem.

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য