রূপক চট্টোপাধ্যায়

 


 জলচর


গ্রামীণ দেবতার বশ্যতা অস্বীকার করে

শিল্পের ঘোড়া গুলি টেরাকোটা খুলে 

জলে নেমে যায়। মরা জোৎস্নায়! 


নদীর জল জ্যামিতিক নকশায় 

বোবা তৃষ্ণাকে জাগিয়ে রাখে 

বুকের উথালে পাথালে! 


ঘোড়াগুলি  অভিশাপগ্রস্ত হয়, 

দেবতার তীক্ষ্ণ রোষানলে পড়ে। 

পরজন্মে তারাই বিনিদ্র মাঝি, 

রূপোলী মাছের সন্ধানে মানব জীবন 

জলচর করে নেয়!


মন্তব্যসমূহ

  1. গ্রামীণ দেবতার বশ্যতা অস্বীকার করে
    শিল্পের ঘোড়া গুলি টেরাকোটা খুলে
    জলে নেমে যায়। মরা জোৎস্নায়!
    -- ভালো লাগলো। রাজদীপ ভট্টাচার্য।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য