মৌসুমী রায়
একটি অ-পূর্বরাগমূলক কবিতা
আর কত সুধা দেবে, বুক পেতে পৃথিবী?
এবার বুক চিরে আগুন উগড়ে দিক।
গলিত তরল লাভা।
পুরুষ, তোমার উত্থিত দন্ড নামিয়ে রাখো।
নতজানু হও ।
চরাচর ব্যাপী ঝড় উঠছে।
টের পাওনা?
সামলে নাও মাস্তুল দড়ি পাল।
অনায়াস নোঙর করবে বলে এতকাল যে নরম পলি চষেছো প্রবল আশ্লেষে,
পাথুরে বিপ্লবে সে আজ অগ্নি শীলা।
ভেঙেচুরে গুঁড়িয়ে যাবার আগেই
মেনে নাও, তুমিও ভুল করো।
শুধু ভুল?
নগ্নতা মিছিলে পুরুষ, তোমার মা বোন স্ত্রী কন্যা থাকেনা?
কতদিন মাকে মনে পড়ে না তোমার?
কতদিন ভুলেছো, বোনের দেয়ালা?
স্ত্রীর প্রিয়নাম সম্ভাষন,
কন্যার মাতৃ মুখচ্ছবি?
কবে ভুলেছ মেয়েরা তোমার ঈশ্বরী?
পরমা প্রকৃতি!
যোনি জঙ্ঘা বক্ষদেশ রক্ত মাংসসার
তুলতুলে ধর্ষণপুতুলেরা ধীরে ধীরে
জাগছে। হাতে তাদের শাণিত ত্রিশূল।
চোখে অগ্নিবাণ।
থমকে দাঁড়াও পুরুষ
ইতিহাস তোমাকে ডাকছে...
ভালো লাগল
উত্তরমুছুনখুব সুন্দর কবিতা
উত্তরমুছুন