পবিত্র বন্দ্যোপাধ্যায়

 


 শ্রাবণবর্ষণসঙ্গীত


মাথার মধ্যে বৃষ্টি নামলে আকাশে কতটা মেঘ জমছে তা আর দেখিনা । প্রাক্তন প্রেমিকরা সব ভিজতে ভিজতে এসে জড়ো হয় । কারো বর্ষাতি নেই , ছাতা আনতেও ভুলে যায় কেউ কেউ।

আমার মতোই তো সব ক্ষ্যাপা কিন্তু পাগল নয় ।


সবাই মিলেই দেখি শ্লেট রঙে ডুবে যাচ্ছে চরাচর আর আমরা ভিজে যাচ্ছি তো যাচ্ছিই। মাঝখানে অবধারিত এসে পড়লেন রবীন্দ্রনাথ, 

শ্রাবণবর্ষণসঙ্গীত ।


মাথার মধ্যে বৃষ্টি নামলে আকাশ দেখতে লাগে না। সে তখন সামনের পাহাড়ে নিজে থেকেই নেমে আসে, জঙ্গলে পথ হারিয়ে যাওয়া আমরা তখন সেই অজানা পাহাড়ের দিকেই হেঁটে যেতে থাকি  ।


শ্রাবণবর্ষণসঙ্গীত বেজে যাওয়া ওই পথে

তখন সব অতীতই ধীরে ধীরে বর্তমান হতে থাকে ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য