শমিত মণ্ডল

  


আষাঢ়ের ইতস্তত মেঘ 



আষাঢ়ের ইতস্তত মেঘ আকাশে আকাশে


তাই নদীটি শান্ত--- প্রায় স্থির জল 

না, নদীটি আপাত শান্ত।

জলেডোবা পাথরে শব্দ হবে প্রথমে, ছোট ছোট নুড়ি,

বড় নুড়ি --- শুরু হবে এদের চঞ্চলতা কেননা

পাহাড়ের জল নেমে আসবে সমতলে

তাতে মিশে থাকবে পাতালতার ঘ্রাণ

 উঠবে পড়বে ঢেউ,জলঘূর্ণি ঘুরবে 


এই জল শুনেছে দূর সমুদ্রের গান।

আত্যন্তিক মোহনার টান...


এখন নদীর জলে পাকুড়ের ছায়া।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য