শমিত মণ্ডল
আষাঢ়ের ইতস্তত মেঘ
আষাঢ়ের ইতস্তত মেঘ আকাশে আকাশে
তাই নদীটি শান্ত--- প্রায় স্থির জল
না, নদীটি আপাত শান্ত।
জলেডোবা পাথরে শব্দ হবে প্রথমে, ছোট ছোট নুড়ি,
বড় নুড়ি --- শুরু হবে এদের চঞ্চলতা কেননা
পাহাড়ের জল নেমে আসবে সমতলে
তাতে মিশে থাকবে পাতালতার ঘ্রাণ
উঠবে পড়বে ঢেউ,জলঘূর্ণি ঘুরবে
এই জল শুনেছে দূর সমুদ্রের গান।
আত্যন্তিক মোহনার টান...
এখন নদীর জলে পাকুড়ের ছায়া।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন