দেবশ্রী দে

  

বৃষ্টির মতো মেয়েটি

 

বৃষ্টির মতো

মেয়েটি হেঁটে গেলে

জল হয়ে যায় চোখের উঠোন 


তুমি তো কয়েক পা চুমুক দিয়েছ

পেয়ালা ভরেনি বলে

নিজের ভিতরে জ্বেলেছ আগুন 


ঘুম ছুঁয়ে বলো

আর কত দূরে গেলে মেঘ হতে পারো


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য