দেবদাস রজক

 


বিশুদ্ধহাড় 


এভাবেই গুঁড়ো গুঁড়ো হতে থাকে হাড়।

কতবার টেনে বাঁধি জঙ্ঘা, ক্ষয়, অবসাদ

কতবার আগুনে সেঁকে নিই দেহখানি

খুলে যায় তবু খুলে যায় সব বাঁধনসম্ভার 


দ্যাখো! কুন্ডলী পাকানো এক গোখরো

নীলধোঁয়ায় ফণা তুলে ঢেকেছে দিগন্তপ্রহর

এসো! খুলে দিই ক্ষত খুলে দিই রক্তমাখা দুয়ার

যেভাবে গুঁড়ো হয় আমাদের বিশুদ্ধহাড়।



ফেরা


হঠাৎ কিছু হারিয়ে গেলে তুমি পিছনের দিকেই যাও

জানি ফেলে আসা কিছু পরম্পরা থেকে যায় কোথাও 


শুধু খোঁজা... খুঁজে যাওয়া... ঘুরপাক

শূন্যদেহে লরি, বাস অথবা প্লাটফর্ম ভিড়

পুরনো কোনও টালির ঘরে ঢুকে যাবে তুমি 


কাদাজলে ডুবে ডুবে দেখছ এঘর আসলে নিজেরই হারানোভূমি


মন্তব্যসমূহ

  1. উত্তরগুলি
    1. ধন্যবাদ ধন্যবাদ প্রিয় আপনাকে 🙏❤️

      মুছুন
  2. অসাধারণ লিখেছেন দাদা

    উত্তরমুছুন
  3. বিশ্বজিৎ বাউনা৩ নভেম্বর, ২০২৩ এ ১০:০৫ AM

    বেশ সমৃদ্ধ লেখা।

    উত্তরমুছুন
  4. খুব খুব আনন্দ পেলাম ❤️🙏

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য