দেবদাস রজক
বিশুদ্ধহাড়
এভাবেই গুঁড়ো গুঁড়ো হতে থাকে হাড়।
কতবার টেনে বাঁধি জঙ্ঘা, ক্ষয়, অবসাদ
কতবার আগুনে সেঁকে নিই দেহখানি
খুলে যায় তবু খুলে যায় সব বাঁধনসম্ভার
দ্যাখো! কুন্ডলী পাকানো এক গোখরো
নীলধোঁয়ায় ফণা তুলে ঢেকেছে দিগন্তপ্রহর
এসো! খুলে দিই ক্ষত খুলে দিই রক্তমাখা দুয়ার
যেভাবে গুঁড়ো হয় আমাদের বিশুদ্ধহাড়।
ফেরা
হঠাৎ কিছু হারিয়ে গেলে তুমি পিছনের দিকেই যাও
জানি ফেলে আসা কিছু পরম্পরা থেকে যায় কোথাও
শুধু খোঁজা... খুঁজে যাওয়া... ঘুরপাক
শূন্যদেহে লরি, বাস অথবা প্লাটফর্ম ভিড়
পুরনো কোনও টালির ঘরে ঢুকে যাবে তুমি
কাদাজলে ডুবে ডুবে দেখছ এঘর আসলে নিজেরই হারানোভূমি
অনবদ্য
উত্তরমুছুনধন্যবাদ ধন্যবাদ প্রিয় আপনাকে 🙏❤️
মুছুনঅসাধারণ লিখেছেন দাদা
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে দাদা ❤️🙏
মুছুনঅনন সৃজন
উত্তরমুছুনখুব খুব আনন্দ পেলাম ❤️🙏
মুছুনধন্যবাদ ধন্যবাদ আপনাকে 🙏❤️
মুছুনবেশ সমৃদ্ধ লেখা।
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে 🙏❤️
মুছুনখুব খুব আনন্দ পেলাম ❤️🙏
উত্তরমুছুনঅসাধারণ লেখা
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে 🙏❤️
মুছুন