কৌশিক চক্রবর্ত্তী

  

অহল্যা ও শ্যাওলা কুড়োবার কথা



সেই অন্তরঙ্গ মুহূর্তে আমি ঘাসফড়িঙের নির্মমতা বিবেচনা করিনি

আমি ভেবেও দেখিনি যে কিভাবে তোমার শরীরে মিশে আছে মৌমাছির ছায়াশরীর

এথেন্সে মেঘ জমলে কলকাতার বুকে চন্দ্রবিন্দুর সংযম 


তুমি ফিরে গেলে ট্রাফালগার স্কোয়ারে বৃষ্টি নামবে

তখনই মার্ক টোয়েনের বিপর্যস্ত হাতে অন্ধকার কবিতা।

অনড় মুদ্রাভঙ্গী। 


এই তো একসাথে শ্যাওলা কুড়োবার কথা ছিল-

কুড়িয়েছি কিছু-

অজানা গন্তব্যের কাছে সবুজ করে তুলেছি পা। 


এসো অহল্যা-

এই 'এসো' মানে তোমাকে ফিরে যাবার কথা বলছি না।

বরং না মাড়ানো রাস্তায় ফেলে রাখছি ভিজে চাঁদের অপর্যাপ্ত মাটি।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য