বিশ্বজিৎ বাউনা
মেঘপিওনের কাছে
শ্রাবণ-ভাঙা জল নিয়ে আজ লাফিয়ে উঠে মাছে
স্মৃতির রোশনাই ভিজে যায় সব মজ্জার মাঠে।
মৌল প্রেমের অক্ষর রাখা মেঘপিওনের কাছে,
মাঝে মাঝে রোদের চকমকি জ্বলে এই তল্লাটে।
সবুজ পাতা থেকে পিছলে যায় পরিযায়ী ঘুম,
ক্রান্তীয় বাতাসের ঠোঁটে চলকায় রাধা-রং প্রেম।
চাতকের খুলি জুড়ে মগ্ন সেঁতসেঁতে মরশুম...
আজ বীজের বৈঠা ঘিরে বুঁদ জৈব জলের ফ্রেম।
মনের মাদলে বেজে ওঠে ঝিরিঝিরি জলঝারি...
জলের সোহাগে বক ভিজে রেখে যায় নতি ডানা।
শ্যামলা কন্ঠার তিল ঘিরে প্রেমিকও হতে পারি,
আজ ভালবাসার গায়ে লেখা খালি দ্রাব্য ঠিকানা।
বাষ্পীয় উড়ান ধ্যান হয়ে জেগে আছে প্রতি গাছে,
জলের অক্ষর লিখি..., নিও মেঘপিওনের কাছে।
সুন্দর লাগল
উত্তরমুছুনআন্তরিক ভালোবাসা জানাচ্ছি 🙏🏻
মুছুনখুব খুব সুন্দর।
উত্তরমুছুন