পিয়াংকী

 


 নক্ষত্রবিদ্যা অথবা বিলম্বিত রাহুরদশা   


(১) 


On what energy  do I believe ? 


সম্প্রচারিত বলে কিছু নেই

নির্বাক এ' নাভি ধনুক ছুঁয়েছে বলেই পংক্তিতে যত অনাহার

অসংখ্য অস্তিত্ব। খুঁজে পাইনি নির্ভার সড়ক

কবিতাপ্রবণ সখার মতোই অধরবিলাসী এ শঙ্খকথা 


প্রিয় মেঘ ,তুমি মেঘনাদ অভিনয়ে এলে এই রাজযজ্ঞে



(২) 


Patience grow build transit and one day...  


অবক্ষয় একটি সুখ। 

পায়রার ঠোঁটে জ্বলন্ত মেয়েমানুষ যেন

মাঝি নীরব অসহায়। 

বিমূর্ত ক্রিস্টাল, আবছা এই চলতি শতক

স্পাইনাল কর্ডে বোরখা কিংবা বেনারসি  


আনত দৃষ্টি 

প্রেক্ষাপটে শকুনের শুশ্রূষা  


বাতিল আঙুলের পাশে চিরকালের  নির্বিবাদী সন্ন্যাস



(৩) 


obstacles are perfect match for ignorance  


অবসাদের  বুকে শুয়ে আছে এক বাঘিনী 

নদী সম্পর্কিত তথ্য, প্রেমিকার পেয়ালা 

ভাদরের গান শেষে ঘৃতাহুতি দিয়েছে কেউ

সূর্যাস্তে অভিসারী দগ্ধদিন 


সুড়ঙ্গ আর সঙ্গম

কে কার সহায়ক? 

ভোগ শেষে আস্তাকুঁড় 


ভোগ + আরতি =? 



(৪) 


a big zero is reconstructed soon, are you ready ? 


মৃত প্রজাপতির মৃত্যুশোক নিয়ে সভ্যতা হোক

অপ্সরা আসুক। 

দ্রাক্ষালতা লতিয়ে উঠুক মূলাধারচক্রে 


দুর্বাসার শাপ ডুবে নিস্তেজ হোক মহাকালীয় নদ

স্নানঘর ভিজে গেলে কথা বলুক আত্মারা 


ময়ূরপুচ্ছ হোক কিংবা কালপুরুষ সংগ্রহ 

বসন্ত আসার আগেই, 

রাধিকাতে যিনি সমর্পণ করেছিলেন যাবতীয় নিজস্ব 


দর্পণের ওপর জলদাগ

পরবর্তী গ্রহণের অপেক্ষা ----



(৫) 


solitude, a rare ethnic love  of the darkest absolute  


বাঁদিক ঘেঁষে বেড়ে উঠেছিল যে লতানো অর্কিড 

হলুদ ডাকঘরের কাছেই ব্যক্তিগত পঞ্চমী

বর্তমান আত্মার গায়ে প্রাচীন ঢংয়ের ছৌ 


রাক্ষস সংসার। উল্লাসের শেষরক্তে রুদ্র লালসা

ধুলো থেকে পরবর্তী চন্দ্রগ্রহণের দূরত্ব 


অন্ধত্ব একটি সন্ধান

লালনের গলায় মাছের কাঁটা 


 সমর্পণকারীর ব্যবহৃত  মুখোশ কি তবে ওজনহীন?  



(৬) 


Your soul is too old but mine ? 


জাহ্নবীর আকুতি 

পথ পাব কিন্তু চাঁদ? 

পূর্ণিমা তো পূর্ণাঙ্গ কিন্তু...  


অমাবস্যার প্রতি আমার জন্মকালীন লোভ 


মীনরাশির কন্যা মৎসপ্রিয় কিনা তার খোঁজ কেউ নিল না বলে...

রাষ্ট্রে চিরুনি তল্লাশি 

আপনার ভিতরঘরে যোগপুরুষ আর আমার...  ?  


হে নাথ, আমি সেই দুমুঠো তণ্ডুল যা আপনি কুনকোয় তুলেছিলেন একদা...


মন্তব্যসমূহ

  1. সবটাই ভালো। শেষ চার লাইন অনবদ্য। -- রাজদীপ ভট্টাচার্য

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য