পিয়ালী বসু ঘোষ
ভূমিকা
আমরা সমুদ্রের বুক বরাবর হাঁটবো,
এই বিশ্বাসে ধার করে আনি অতিকায় ক্যাসাবিয়াঙ্কা
কিন্তু, ক্ষ্যাপাটে আমাকে হত্যাপ্রবণ করে তুলবে তোমার প্রলোভন
তুমি কি জেনে যাবে তখনই
ঢেউ এসে ভাসিয়ে নেবে আমার সমুদ্রডিঙা!
চারপাশে ছড়িয়ে থাকবে মীন খোলস, আর নোনা হাওয়া।
শেষাংশ
......এরপর ইচ্ছে হলে আমি তোমাকে নিউটন'স ল শেখাবো। পতনের ছন্দ জানেনা এমন আপেল বিক্রেতাই পছন্দ আমার। সিঁড়ি ভাঙতে ভাঙতে তিসরি মঞ্জিলে পৌঁছে যখন দেখবো অভিমান শব্দটা একেবারেই কেজো,
তোমাকে বলবো,
এবার এসো,অহেতুক ঘ্যানঘ্যান কোরোনা তো, সময় হলেই প্রীতিভোজে ডাকবো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন