ঝুমা গঙ্গোপাধ্যায়
পরিত্রাণ নেই
আমি মুন্ডমালিনী,
না, বলতে শিখিনি বলে
প্রেমিকেরা আজ গলায় ঝোলে
হাওয়ায় বসন উড়িয়ে আমি শ্যামাঙ্গী,
শিবেদের ছদ্মবেশ দেখি, খিস্তি খেউড় দেখি,
অভিমান ভুলে, স্তনামৃত পান করাই,
সঞ্চয় শেষ করে সবাই চলে যায়,
কোজাগরী পূর্ণিমা আমায় অসহায়
আত্মপ্ররোচনায় লিপ্ত করে,
অথচ পুনর্জীবন চাইছি বলে সব অপরাধ তুচ্ছ করি,
ছটফট্ করি তোমাদেরি দ্রাক্ষাবনে,
আমার সন্তানেরা ইস্কুলের খাতা জুড়ে পাখিতে রং মাখায়,
খাতায় কেমন আকাশ পাতা,
আমার জারিজুড়ি সব মিথ্যে হয়ে যায়,
পরিত্রাণ নেই
আমার ইড়া পিঙ্গলা জুড়ে ছেঁড়া ছেঁড়া কামসূত্রের স্ত্রোত্র,
পুনর্জন্মের ইচ্ছে বুকে নিয়ে আমি এক পলাতক কবি,
অস্ত্র নেই, অর্থ নেই, আত্মহত্যা নেই,
শত রূপে, শত নামে আমি বেশ্যা হয়ে উঠি বিশ্বায়নের মহামন্দ্র তানে।
Osadharon… khub bhalo legeche pore
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনখুব ভালো
উত্তরমুছুনভালো লেগেছে।
উত্তরমুছুনবেশ
উত্তরমুছুনবিরক্ত না হয়েই পড়লাম এবং আরও বেশি অনুরক্ত হলাম ,আমাদের সব অপরাধ তুচ্ছ করে দেবেন- এই অভয়ে।
উত্তরমুছুনবাঃ ! সুন্দর...
উত্তরমুছুন