শুভশ্রী সাহা
ওম @@@
শীত এলে, ভীষন ইচ্ছা করে ওম পেতে পরিযায়ী পাখির মত দীর্ঘ যাত্রায় তৃষ্ণার্ত দুই ঠোঁট খড়কুটো মুখে নিয়ে উষ্ণতার খোঁজে নকশীকাঁথা ফোঁড়ে সেও চায় আলো পালক নরম কোল শীত এলে ভীষন ইচ্ছা করে পেতে ওম , মাধুকরী মন তার শীত এলে ফেরে ভেসেছিল সে ঋতু শেষে কথা দিয়ে ফিরতে হয় মেঘের পালক ছুঁয়ে কোনদিন কে বলে শীত নিষ্প্রাণ অকারণ জটিল ইচ্ছে কুসুম চুপচাপ বিকেল, ছাতিম ঘ্রাণ একটু ওমের জন্য ক্লান্ত জাতকপ্রাণ...
সুন্দর শীতের ছবি। ভালো লাগলো।
উত্তরমুছুন