সজ্জ্বল দত্ত
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
রঙবৃষ্টি স্রোত
............................. ..................
তুমি কি এখনো সেই অদ্ভূতে আছ ?
হাত বাড়ালেই মেঘ কুয়াশা মাখান ভোর
মাইনাস তিন-চার
পাহাড়ী রাস্তা ধরে দূর থেকে সোয়েটার
লাল সাদা বৌটুপী ....
" মর্ণিং " .... নিমেষে সূর্যোদয়
আকাশ ললিত রাগে বিলম্বিত্ আলাপের শুরু !
বাজার ভীড়ভাট্টা পাশে পেয়ারা মিষ্টি কিনা !
অষ্টমী অঞ্জলি পূজোপ্যাণ্ডেলে ফুল হাতে হাতে ভাগাভাগি
শ্যাম্পু খোলাচুল সরস্বতী শাড়ি বছরে একটি দিন
কাগজে সংকেতে বাইরে সাইকেলে
এ বাড়ি ও বাড়ি বই কামাই জেরক্স নোটস্
হৃৎচিহ্ন ল্যাভেণ্ডার গোলাপ পাপড়ি ছুঁয়ে
বন্ধু বান্ধবী বোনের বান্ধবী বান্ধবীর দাদা
ভেতরে প্রলয়শব্দ আমৃত্যু বসন্তঋণ --
এখনো তেমনি অদ্ভূতে ?
বজ্র আঁকি যদি ... এক সেকেন্ডে পাত ... মৃত্যু !
সমুদ্রসৃষ্টি ভাবো । আড়ালে অদৃশ্য ওঁ দু'মানুষ উঁচু ঢেউ
বস্তা বস্তা নুন ভর্তি পর্যটক !
রঙবৃষ্টি বলো - মেঘের রঙের বাটি
উপুড় নীচের দিকে ।
সাতরঙ
বেগুনী থেকে লাল একসঙ্গে গুলে গুলে
সকাল দুপুর রাত্রি
পাহাড় সমুদ্র ভেদ মুষলধারে মাটি চামড়া
জঙ্গল অন্ধকার !
নখে দাঁতে হায়না একটু এদিক ওদিক চিৎকারে খানখান
বন্ধু গোখরো সাপ কঠোর পাহারাদার
লাফালাফি সবুজ বাঁদর যত আনন্দে কিঁচকিঁচ
রঙে স্নান হলুদ বাঁদর : " কি দারুণ ! রোমান্টিক ! "
বেগুনী আকাশী বৃষ্টি ব্যঙ্গমাব্যঙ্গমী বিকেল... সন্ধ্যে...
কৃষ্ণ শুক্ল পক্ষ মিলেমিশে একাকার নরম মোমের আলো
খড়কুটো ঠোঁটে নিয়ে বাসায় ফিরতি পথে
আকাশ চুঁইয়ে পাতায় এক পা এক পা রাত্রি
জঙ্গলের বাইরে হায়না গুটিগুটি,
অন্যরঙ ।
আড়ালে লুকিয়ে নখ শ্রীলেদার্স মচমচ
বনতল ... বহুতল ... নতুন জুতোর শব্দ সিঁড়ির ধাপে
সঙ্গে ডানা ঝাপটে সারাদিন হানাবাড়ি গভীরে গোপনে
দুই সাদা লক্ষী প্যাঁচা প্যাঁচানী
চোদ্দ ... পনেরো ... আঠারো তলা ...
ততটাই উঁচু আকাশ ছাপিয়ে
ক্লিনজারে টোনারে গ্রহনক্ষত্রে মা লক্ষী পিঠে আষ্টেপৃষ্ঠে
চকচকে চামড়ায় "আপ অ্যাবাভ দা ওয়ার্ল্ড সো হাই"
চব্বিশ-ছাব্বিশ সিটিসি প্যাকেজে
কাফে কফি খরচপত্র শেষ -
এসো একসঙ্গে ঘি-আগুনে জোড়া ধুমকেতু
হাতা খুন্তি বোঝাপড়ায়
পুরোনো চাঁদ সাক্ষী স্ট্যাম্পপেপার ছিঁড়ে
এসো চুক্তি বেশ্যা-বেশ্যা খেলায় !
" চুল তার কবেকার " .... নাইটল্যাম্প
জ্যোৎস্নায় মাখো নীল
স্তনবৃন্তে কালাহাণ্ডির ক্ষুধা
ক্লিটোরিসে র্যাঁদা ঘষছি কাঠমিস্তিরি
মেঘ তুমি কুয়াশায় তুমি আলো শব্দে পূজোপ্যাণ্ডেলে
ভৈরবী ললিতে ঝর্ণাযাপনে
আলো বলতে ওটুকুই তবে !
একটার পর এক বেলুন ফাটার শব্দ
অবেলায় হ্যাপি নিউ ... !
অভ্র চিকচিক মাথায় বুকের নীচে পঞ্চাশে সেনসেক্স
সমবেত হাততালি
সূচকে কঠোর চোখ একুশ খতম করে ডানায় জড়িয়ে
গোটা কোণারক সূর্যঘড়ি ঝাপটে ঝাপটে দুই
এ গ্যালাক্সি ও গ্যালাক্সি
রোদদূর বায়ু জলে এ সূর্য ও সূর্য ঘর
হানাবাড়ি লক্ষী প্যাঁচা দ্বাবিংশ ... ত্রয়ো ... !
মাঝে ফাঁকা জিরো পাওয়ারে ওয়াটেজ্ কয়েক লক্ষ
কি নামে ডাকতে পারি তবে ?
ধাঁধান হৃদয় আলো ইতিহাস -
দুই মধ্যে মাধ্যাকর্ষণ কিভাবে আঁকতে পারি
একা নির্জনে ?
দু'হাত বাড়িয়ে সেই বহুতলে কোথাও কবিকম্মে আমি
খোলা জানালা সামনে
ক্যানভাস খাতা পেন লাগাতার কাটাকুটি
আমৃত্যু অদ্ভূতে জড়িয়ে ডুবিয়ে স্বপ্নে
সব খেলা বোঝাপড়া ওঠানামা তাণ্ডবে
আহ্নিকে বার্ষিকে
তীব্র স্রোতের সামনে !
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
অত্যন্ত ব্যতিক্রমী কলম। সূক্ষ্ম পর্যবেক্ষণ ও বোধে সম্পৃক্ত।
উত্তরমুছুনদুরন্ত একটা দীর্ঘ কবিতা। চমৎকার সব প্রয়োগ। 'চুল তার কবেকার' নাইটল্যাম্প। এই হল প্রয়োগ। ইচ্ছেমতো বিখ্যাত কবিতার লাইন/অংশ কাজে লাগালেই হল না তাকে সার্থক করে তুলতে হয়। সেটা এই কবিতায় হয়েছে। 'আপ অ্যাবাভ দ্য ওয়ার্লড সো হাই'এই নার্সারী রাইমকে আধুনিক বহুতল জীবনের বর্ণনায় এভাবে লাগানো যায় কেউ ভেবেছে! এটাই কবিতা, কবিতার লুকিয়ে রাখা বিস্ময়। হিল স্টেশনে ভ্রমণে যে কবিতা শুরু হয় তা ঢুকে পড়ে বহুতলের ভিতর। বিবাহ শুধুমাত্র চুক্তিপত্র। বেশ্যা বেশ্যা খেলা। মনে পড়ল বার্নার্ড শ অনেক আগেই লিখেছিলেন 'Marriage is a legal prostitution' কবি সজ্জ্বল দত্ত আজকের সময়ে তার আরো কদর্যতা কিংবা প্রয়োজনীয় বিবর্তিত রূপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই কবিতার জন্য একরাশ ভালোবাসা রইল সজ্জ্বল।
উত্তরমুছুনচোরা ছন্দ, চমৎকার শব্দপ্রয়োগ, গতিময়তা সব মিলিয়ে খুব ভালো লেখা।
উত্তরমুছুনদুর্দান্ত নির্মাণে টানটান একটি দীর্ঘ কবিতা।চমৎকার!
উত্তরমুছুন