বনশ্রী রায়
ময়ূরপঙ্খি ####
আসমানি - ধূসর
ফিনফিনে শরীর আম৷র ৷ ভেসে চলি ইথারে ৷ বুকের ভিতর ভায়োলিন ,সেতারে
মেঘমল্লার উল্লাস ৷ মনে উত্তাল অরণ্য , মাতোয়ারা নদী ৷ পাখিরা মেঘের পায়ে
পায়ে উড়ে বেড়ায় , বৃষ্টিসাজ ফুলে ফুলে ,মাধুকরী মনে ৷অনুষ্ণ ওমের স্পর্শ
বনে বনে ৷
মুক্তির
আনন্দে বাদ সাধল পেটকাটি চাঁদিয়াল ৷ আমাকে সঙ্গে করে উড়িয়ে আনলো কংক্রিটের
ছাদের কার্ণিশে ৷ বড্ড উঁচু ৷ পিচঢালা রাস্তায় সারি সারি গাড়ি ৷ নিঃস্ব
ডাষ্টবিন ৷ বৈভবের মোড়কে এক একখানা মেকি মুখ- মুখোশের বাস ৷ আক৷শ দেখবার
চোখ নেই, চোখের তারায় স্বপ্ন নেই ৷হ্যালোজেনের আলোয় পুড়ে যায় সোনালি চিলের
ঠোঁট ৷ লালস৷ শিখা জ্বলে ৷ মেঘেরা ঝলসে ওঠে ৷পাখি নেই৷ ডানা নেই ৷ অন্ধকার
গলিপথে হ্যালুসিনেশন হেঁটে আসে, ভালোবাসে ৷ বেশ , অনুভব করলাম পাথুরে
হাঁটাচলায় নেই ভালোবাসা, ভালোবাসার ঘর ৷ মশারি সম্পর্কের ছিদ্র ৷
অবিশ্বাসের দো চালা ৷ চলে ফিরে বেড়ানো জ্যান্ত লাশের বাস ৷
ইটের দেওয়ালে হাঁটুমুড়ে বসে আমি ধরলার কথা ভাবি ৷ আলগা সুতোর মায়া
কাটিয়ে একদিন হৈমন্তিক বিকালে উড়ে চললাম ৷ ডিঙিয়ে এলাম জলপাই কাঠের চৌকাঠ ৷
দেশের সীমানা টপকে চলেছি ,চিরে ফেলছি রাষ্ট্রনীতি ৷ ছোপ ছোপ কালচে দাগ
লেগে রয়েছে তারকাঁটায় ৷ গাছেদের মনের ছাল বাকল একইরকম ৷ আমার দেশ ৷ তোমার
দেশ ৷
মাটির চালায় চাঁদের বাস ৷ উনুনের আঁচে ফুটতে
থাকা হলুদ বসন্ত ৷টগবগে আগুন ৷একমুঠো চাল ৷ একটুকরো শৈশব ৷ কুড়িয়ে নিয়েছি
বিন্নিধানের খইয়ে গাঁথা একখানা মালা ৷ ডাকঘরে পড়ে থ৷কা নষ্ট চিঠির তাল ৷ এক
উঠোন ভালোবাসা ৷ ৷তাল ,সুপারি ,পানের বরজ ৷ অবেলায় বৃষ্টির গান ৷
হেমন্তের সোনালি বিকেলের রোদমাখে পাখিজন্মের আশ মিট৷ই ৷ বাতাসের লুটোপুটি
মায়ায় বেঁধে ,হারিয়ে ফেলা আসবাবমুখী মন , ঘরে ফেরার পথ চেনায় ৷৷
স্মৃতি- বিস্মৃতির নাগরদোলার আর্বতে বালিকণার ঘূর্ণণ সরে গ্যাছে ৷ মেঘভ৷ঙা একচিলতে রোদ্দুর দিন শেষে কানে কানে বলে ওঠে ...
জীবন ,একখানা অস্পষ্ট ধোঁয়াটে কবিতা ৷ বর্ণ,সন্ধি,সমাস ,ছেদ -যতি চিহ্নের বহতমান অনন্ত স্রোত ৷ উৎস শূন্য ৷মোহনা ধ্রুবক ৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন