মঞ্জরী গোস্বামী
হিমকথা ***
না, সেরকম ফলাও করে বলার মত
এ বাঁকে কিছুই নেই। দু'একটা নষ্ট কুসুম
সাদা থান, একা একা পুরোনো কাঠের সেতু
ক্ষয় তাকে বিনয়ী করেছে। কাঁপে ছায়া আর
ছায়ার শরীর। মান্যতা চায় দালান কোঠার ঠিক
পিছন দরজা। দরজার ওপাশে সিঁড়ি শঙ্খিনী।
সিঁড়ি বেয়ে উঠে আসে তাবিজ কবচ করা
ফেলে আসা অপবাদ , মতিচ্ছন্ন হিমকথা।
হুমম । বাঁকের অপেক্ষায় ।
উত্তরমুছুনকয়েকটি লাইনে আটকে রাখার মতো নিরাময়। বেশ কয়েকবার পড়তে হয় বলবো না বেশ কয়েকবার ফিরতে হয়। মনের কথা মনের মতো সুন্দর
উত্তরমুছুনকয়েকটি লাইনে আটকে রাখার মতো নিরাময়। বেশ কয়েকবার পড়তে হয় বলবো না বেশ কয়েকবার ফিরতে হয়। মনের কথা মনের মতো সুন্দর
উত্তরমুছুনপিছন দরজা। দরজার ওপাশে সিঁড়ি শঙ্খিনী।
উত্তরমুছুনসিঁড়ি বেয়ে উঠে আসে তাবিজ কবচ করা
ফেলে আসা অপবাদ , মতিচ্ছন্ন হিমকথা।-- সুন্দর এবং গভীর। ভালো লিখেছেন।
ক্ষয় তাকে বিনয়ী করেছে, মান্যতা চাইবেই তো পিছন দরজা। এসব তোমার চোখে ধরা পড়ে। এটাই কবির চোখ।
উত্তরমুছুনঅপূর্ব তোমার দেখার দৃষ্টি ও বলবার ধরণ।স্তব্ধ হয়ে যাই
উত্তরমুছুন