শ্রাবণী গুপ্ত
গল্পকথা
----------------
যতবারই নদীর কাছে যাই ততবারই গাছের কথা মনে পড়ে আমার, যেন চলমান কোন গাছ
যে গাছটা ঘরে ফেরা পাখিদের বুকে টেনে নিয়ে ভালবাসার কথা বলে, ঠিক সেই গাছটার মতন
সন্ধ্যের কামরাঙা রঙের গাছটার মতন
রাত্রের দৈত্যাকার গাছটার মতন
যতবারই নদী দেখি ততবারই গাছের কথা মনে পড়ে বলেই আজকাল আর নদীর কাছে যাই না
বরং গাছেদের কাছে শুনেনি নদী হয়ে ওঠার গল্প,
আর নদীদের মা হয়ে ওঠার কথা|
ভালো লাগলো
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুন