দেবার্ঘ সেন

 ভাসান @@@

(১)

বিকল্পের খোঁজে কুয়াশা তৃষ্ণা,
নেশা কাটাতে ধারকত্ব উজ্জ্বল রঙিন ছাই।
মুখোশে ব্যস্ত শহর..
আরাধ্য পর্দা ফেলে নিকটস্থ রোশনাই

ভেসে গেছে সব, ভাসানেরই সম্মানে।

(২)

প্রত্যাশাহীন ও প্রত্যাশামুক্ত কোমলতা
নিছকই অপরিচিতের পরিচয়পত্রে
উটকো শৈবাল।
ঘরে থাকো নিরাপদে থাকোর আলোকিত ফেস্টুন
বিছিয়ে দিয়েছে হাড়ের শান্তি, হারানোর শান্তি

ভুলে গেছে হাসা, মধ্যবর্তী আতঙ্ক ও বিন্যাস সমবায়।

(৩)

এরপর আর কিছু দেখতে চাইনি,
ঘন মাটি রঙ কাঠামো থেকে সরে গেলে
নিভে আসা মন নিয়ে দাঁড়িয়েছিলাম
চ্যাটচ্যাটে বাতাসের পাশে..
আঁচল দূরে এক পোকায় কাটা কাব্যগ্রন্থ দিশারীর চোখ
তথাপি ক্ষয়ের সন্তান..
বুঝতে বুঝতেই প্রথম খণ্ড কেটে গিয়েছিল

অগত্যা পুড়ে পুড়ে ছাই।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য