অমিত চক্রবর্তী
শীত আসছে
#########
সেই ঝাপসা লোকটা বলেছিল, শীত আসছে, পাতা ঝরবে সারারাত ---
এখানে পর্ণমোচী আমলকি, ওখানে রূপসী, রুজমাখা মেপল,
এমনই আবর্তন ঋতুকালের।
সারারাত?
হয়তো বা।
আমি কিন্ত কুয়াশা ছাড়া কিছুই দেখিনা শহরে, খুব সন্তর্পণে
সার্চলাইট ফেলে। কারা যেন রান্না করেছে রাস্তায়,
পাতা পুড়িয়ে, ডাল, কঞ্চি, বল্কল পুড়িয়ে,
কথা শোনেনি, খিদে চেপে রাখার মেমো পড়েনি,
জলবায়ু গরম হচ্ছে চারদিকে, জানতেই পারেনি হয়তো।
অত শক্ত বিষয় মাথায় ঢোকেনা কারুর, আমি দেখতে থাকি
আলোআঁধারির অভিনয়, ট্র্যাজিক নায়ক তার তরঙ্গ নিটোল,
প্রতিটি স্ক্যাটারিং অসঙ্গত, ধরা দেবেনা কিছুতেই
ভাসমান কয়লার, ভুসা কণার যতসব নাটুকে আদিখ্যেতায়।
অন্যমনস্ক, মায়াবী লোকটা এগিয়ে আসে ফের, দেখাতে চায়
শীত পাখিদের মাইগ্রেশ্যন, বাসাবদল, পশ্চিমী দেশে, হ্রদে।
নিশ্চয় অসৎ ফোকাস আমার, রেটিনাতে গোলযোগ হয়তো বা,
পাখি দেখিনা কোথাও পরিযায়ী বা লেকে বসা,
কয়েকটা হোমলেস মানুষ শুধু বস্তা গোটাচ্ছে ফুটপাথে,
শীত আসছে জম্পেশ
চলে যাবে হিউস্টনে কি দক্ষিনে কোনো কম ঠাণ্ডার শহরে।
হিম পড়তেই থাকে সারারাত, টুপি, স্কার্ফ ভিজে ন্যাতা হয়ে যায়
জড়সড়, ভোরের অপেক্ষা করি, আলো ফুটবে উপশমে, হয়তো দেখতে পাব,
পৃথিবীর কোনো এক সেরে ওঠা শহরে,
ক্ষণস্থায়ী আমলকির পাতা ঝরা আবার, আর সেই শ্যেনদৃষ্টি বাজেদের মাইগ্রেশ্যন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন