অভিজিৎ দাসকর্মকার
মুচমুচে জ্যোৎস্নার নগ্ন চিৎ-সাঁতার ###
আমার নিজস্ব সন্ধ্যেবেলাগুলো ঘাঁটা হচ্ছিল
তন্নতন্ন করে ঘটমান উৎপটাং বর্তমান। ঘুমপাড়ানি ক্যালেন্ডারের পাতা। পাতার শিরাবিন্যাস এবং সুন্দর করে চাপা মশারির কোণ ;
ঠিক ৯০° বিছানার কুলীনতায় আমি মিত্তি মশাইয়ের সোলো গান শুনছি________
এখনো ব্যালকনিতে ভোর হয়। আমাকে বদলে দ্যায় মগরা আগরবাতির অভিস্রবণ, আর
অঙ্গবিন্যাসের ছায়া নিয়ে গড়িয়ে পড়ে নদীচোখের হাসি...
অগুনতি রসিকতায় বীজগণিতের ক্লাসে, পিছনে বসি এবং তার সাথে ঊর্ধ্বশ্বাসে টপকে যাচ্ছি বাথরুমের আয়না, আর
জরাজীর্ণ গাছেরা আমাকে মুচমুচে জ্যোৎস্নার নগ্ন চিৎ-সাঁতার দেখতে ডাকছে______
আমি ব্রেলবর্ণ দেখছি
ঘড়িতে অনবরত আগ্রহী সময় দেখছি
ব্যাঙ্ক নিফটির দাম উঠতে, আবার পড়তে দেখছি
এতসব আন্দোলন করি। তারসাথে
কালভার্টের উপর দুঃখজনকভাবে অনেকের সম্পাদ্য বিষয়ক কথাগুলির বিপ্রতীপ কোণ সার্চ করি,
idiomatic আলুপোস্তের ঘ্রাণে গো-গ্রাসে তাকিয়ে থাকি নমনীয় মোম হাতে_____
কারণ আমি || ৭:৫৪-র সোঁতা প্রতিবিম্ব = সুতরাং আমিই
অপূর্ব লিখেছেন কবি👏👌🏻
উত্তরমুছুনচমৎকার প্রয়োগ শব্দের। আগামীতে নতুন মাত্রা আনার কাজ আজ করে যাচ্ছ। সাধুবাদ।
উত্তরমুছুন