দেবাশিস ঘোষ

 

 তোমার আলোর পিছে ###

......................................................................

প্রতিটি ভাতের দানায় মায়ের ঘামের শিল্প বাবার রাত্রে বাড়ি ফেরা
সকল অক্ষরপ্রাপ্তি শিক্ষকের, পূর্বপুরুষের জীবনের ছুঁড়ে ফেলা আনন্দ উৎসব
তোমার আরোগ্য লাভ দশ হাজার বছরের মৃত্যু পেরিয়ে
এতসব আলো কথা অন্ধকারে পড়ে থাকে মাটির গভীরে
আলো আর অন্ধকার সমবায়ে ছবি আঁকা, সঙ্গীতের ভিতরের নীরবতা ভাস্কর্যের মতো
জামার বোতামে দেখো কোনো এক বিধবা মায়ের
সারাদিন, সারারাত ঘাড় গুঁজে থাকা
সস্তার জামা পরে তাঁর ছেলে স্কুলে যায় মলিন চেহারা
যে পথে হাঁটছো তুমি দূরের গ্রাম থেকে আসা সালামত হারানের
ঘামে ভিজে চুপচুপে, তকতকে কালো
প্রতিটি নির্মাণে কত ঘাম রক্ত, মৃত্যু আর শোষণ বঞ্চনা
দুয়েকটা ফুল রেখো, ভালোবাসা, সম্মান রেখো
বাবার ঘামের জামা, মায়ের রান্নাঘর মনে রেখো
মনে রেখো শ্রমিকের কথা

মন্তব্যসমূহ

  1. সুন্দর কবিতা !! ভালো লাগল দেবাশিস

    উত্তরমুছুন
  2. অপূর্ব, জামার বোতামে দেখো ...মায়ের সারাদিন, এই লাইনটি খুব ভালো লাগলো

    উত্তরমুছুন
  3. অসাধারণ। প্রেম ও প্রকৃতির পাশে এভাবে শিকড়ের কথা বলতে দেবাশিসই পারে।

    উত্তরমুছুন
  4. আহা---মনে রেখো শ্রমিকের কথা।

    উত্তরমুছুন
  5. সুন্দর কবিতা। ৩-৫ লাইনে চিত্রকল্প ভাবনা প্রশংসার্হ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য