কৌশিক চক্রবর্তী
শ্লোগান ####
কখনও কখনও প্রতিটা শরীরকে কুহকের নীলচে গরিমা মনে হয়-
অক্ষরের মত বেপরোয়া নয় আর কোনওকিছুই
সাগরদিঘির জঙ্গল হাঁসদার ঘরে যদি ছড়িয়ে দেওয়া যেত কিছু দমবন্ধ ধিকৃত অক্ষর
তাহলে তার গোলায় আগুন লাগতো না বারুদের আধিক্যে...
অক্ষরের ভার লাঘব করতে তাকে হেঁটে যেতে হত না বিপন্ন গলিতে
চারিদিকে পিন পড়ার স্তব্ধতা
রাস্তার মায়াবী আলোয় শুধু দেখা যাচ্ছে চকচকে ফুটপাথ
অক্ষরেরা জ্বলে ওঠবার আগেই ত্রিপলের ছাউনিতে পোড়া ভাত
কখনও কেউ নিঃস্ব হবার আগেই নিজের শরীরে লাগিয়ে নিত পোড়া গন্ধ।
ধর্ম ফেরেনি তাদের। তারাও শোনে নি ধর্মের দোহাই।
গতানুগতিক ভাবেই ফিরে এসেছে স্বাধীনতা দিবস
জঙ্গলও মেপে দেখেছে অক্ষরহীন শরীর
প্রতিটা মিছিলে সে কাঁধে তুলেছিল সবচেয়ে ভারি অক্ষরের শ্লোগান
আজ আইসিইউ চার নম্বর বেডে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে...
ভালো লাগলো।
উত্তরমুছুন