সুস্মিতা গোস্বামী সরকার
অতিক্রমণ #####
আজকাল স্বপ্নে দৌড় আসে।
সময় ডিঙিয়ে যাওয়া ভোর।
নানান রঙের ঘোড়া গুলো উদ্দাম.. চকচকে.. শরীরী বিভঙ্গে দোলে উড়ন্ত কেশর!
ধীরে ধীরে নেমে যাই সুনীল দাসের ক্যানভাসে .. প্রখর সবুজ ঘাসজমি.. আমার শরীরে ঘোড়দৌড়!
কখনও বা বিজয়ী চালক.. চলকে চমকে কশাঘাত!
সময় গড়িয়ে দৌড় নামে .. লুকানো কার্তুজে ক্রমাগত জিন টেনে টেনে..
ক্ষিপ্র গ্রেনেড গতি বিজয় নিশান তুলে ধরি..স্বপ্ন স্রোতে অসময় পার হয়ে যাই!!
আরে ! এ তো আঙ্গিক পরিবর্তন হওয়ার একদম মুখে ! ভেরি গুড ভেরি গুড ! ভীষণ চেষ্টা বজায় থাকুক !
উত্তরমুছুনঘোড়ার প্রতীকে খুব সুন্দর কবিতা। ভালো লাগলো বেশ।
উত্তরমুছুনসময় গড়িয়ে দৌড় নামে .. লুকানো কার্তুজে ক্রমাগত জিন টেনে টেনে.. -- চমৎকার।
উত্তরমুছুন