তপনকুমার দত্ত
অক্ষর খুঁজি
#
আমি খিদে পেটে অক্ষর খুঁজি খাবার চুলায়
আমি ঘুমঘোরে অক্ষর খুঁজি অচেনা ধুলায়
#
আমি তাপদাহে অক্ষর খুঁজি তপ্ত রোদেই
আমি বৃষ্টিতে অক্ষর খুঁজি ছাতার শিকেই
#
আমি হাহাকারে অক্ষর খুঁজি তানপুরা তারে
আমি বাঁচবার অক্ষর খুঁজি হৃদয় মাঝারে
----------
আমি তৃষ্ণায় অক্ষর খুঁজি জলের গভীরে
#
আমি খিদে পেটে অক্ষর খুঁজি খাবার চুলায়
আমি ঘুমঘোরে অক্ষর খুঁজি অচেনা ধুলায়
#
আমি তাপদাহে অক্ষর খুঁজি তপ্ত রোদেই
আমি বৃষ্টিতে অক্ষর খুঁজি ছাতার শিকেই
#
আমি হাহাকারে অক্ষর খুঁজি তানপুরা তারে
আমি বাঁচবার অক্ষর খুঁজি হৃদয় মাঝারে
কবি তো জীবনের কথা বলার জন্য অক্ষর খুঁজবেনই। বিশেষ একটা দিক রয়েছে এই লেখায়।
উত্তরমুছুন