অয়ন বন্দ্যোপাধ্যায়

প্রণালী /////

 

তোমাকে সোহাগ করব, সাবধানে, কবিতা যেমন

গোড়ায় কোমল ছন্দ, উদ্দাম মাত্রার ধাক্কা শেষে

শব্দেরও শিরদাঁড়া ভাঙা, বাঁকা লিঙ্গ, ছিঁড়ে-নেওয়া-স্তন...

চুমু শেষে ধাপে ধাপে অর্গ্যাজমও, নির্ভুল আশ্লেষে

 

ভালোবাসতে এসে দেখি চতুর্দিকে সংবাদমাধ্যম

হেডলাইনস্মুহূর্তে সরে, ক্রাইমের বৈচিত্র শাণিয়ে...

কোথাও পূর্বরাগ নেই, কবি সেজে ডেস্কে-বসে যম...

আদর করছি পরস্পরকে, মুখে মুখে, বানিয়ে বানিয়ে


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য