সুবিৎ ব্যানার্জী
কংসবতী
-------------
বাঁধটা যত্ন করে ধরে রেখেছে জল। একটা রাস্তা সেই জলের গা বেয়ে যেন ছুটে উঠে যাবে একটা তিনমুড়ো পাহাড়ে। যেখানে পৌঁছতে পনের জন লোকের লাগে তিনটে ভ্যান রিক্সা।
দুজনের কিছু না।
এই অব্দি এসে ছবিটা আবার জোড়া লেগে হয়ে যাবে একটা স্থিরচিত্র।
পাহাড় ,
সেখান থেকে নেমে ঢালু রাস্তা ,
রাস্তায় ফাঁকা তিনটে ভ্যানরিক্সা ,
ইতস্তত বিক্ষিপ্ত লোক,
ডান দিকে কংসাবতীর গভীর জল ,
বাঁয়ে আরো বড় একটা ঢাল ,
অনেকটা দূরে ইয়ুথ হোস্টেল পেরিয়ে আরো আরো গেলে দেখা যাচ্ছে ছোট্ট হয়ে আসা সেচ বাংলো।
এবার আমরা ক্যামেরা হাতে নেমে যাব ওই ঢালে , যেখানা পাথর কুড়োচ্ছে দুটো মানুষ।
হঠাৎ ভেসে আসছে তাক করা ঢিলের মত প্রশ্ন
" ও তোর কে হয়? "
কি বলেছিলি সেদিন উত্তর !
কেউনা !
অনবদ্য! যেন আঁকা ছবি! যতটুকু ঢেলে দিলে যত্নে! খুব ভালো লাগল
উত্তরমুছুনআন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ লিপি সেনগুপ্ত।
মুছুন