সাত্যকি
সাদা তুলো ব্যাগে ভরে এনেছি তারপর
ছড়িয়ে দিয়েছি আমারই পায়ের কাছে এবার আকাশ দেখি বাতাস সর সর করে বয়ে যায়
কিছুটা পিছলে কানের কাছে নিন্দা বাক্যের মত সরে সরে বসে
আমি পথ খুঁজি,পথ
পথ যে পেতেই হবে
পথ খুঁজব বলেই তো এই সাদা তুলো এনেছিলাম ব্যাগে করে
এই খোলা হিমের নিচে
ঘাসের শরীরে জল মেঘের শরীর শুকনো আর আমার শরীর জল আর স্থলের মাঝে
স্থবির দাঁড়িয়ে আছে
চারপাশ বড় কালো কালোর শরীরে স্রোত বইছে শীতল না উষ্ণ বোঝা যায় না তবে শীতলই হবে
শীত জলের মধ্যে ভেসে থাকা মরা মাছের মত আমার শরীর অধিকার করতে চায়
তাই তো সাদা তুলো এখানে এনেছি ব্যাগে করে আর বিছিয়ে দিয়েছি আমারই পায়ের কাছে
কালো ভেদ করে চোখ দেখতে পায় না কিছু এবার দেশলাই জ্বালি
দেশলাই জ্বেলে বসে থাকি এই হিমের নিচে
সাদা তুলোয় আগুন ধরিয়ে দিয়েছি এই খানিকক্ষণ আগে
শীত তাড়াতে হবে শীত
শীত জলের মধ্যে ভেসে থাকা মরা মাছের মত আমাকে অধিকার করতে চায়
চারপাশে বড় কালো
শীত দীর্ঘ হওয়ার আগেই তাই সাদা তুলোয় আগুন ধরিয়ে দিয়েছি...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন