মৌসুমী রায়

গ্রন্থ সমালোচনা *****

নরম ধূসর রং এর জমিতে প্রত্যয়ী কালো রং এর আগুনপাখি ফিনিক্স। ছকভাঙা এই প্রচ্ছদটি প্রথমেই নজর কাড়ে "জ্বরে পুড়ছো ফিনিক্স" কাব্যগ্রন্থটির। ব্যতিক্রমী প্রচ্ছদটি স্পষ্ট  আভাস দিয়ে যায়, অন্তর্গত বাইশটি কাব্যানুভূতি এক ছকভাঙা ,বলিষ্ঠ মননের জীবনবোধে ঋদ্ধ ভাবনার প্রথম আলো।

               
গ্রীক পুরাণের আগুন পাখি ফিনিক্স, অনিঃশেষ হোমাপাখি আসলে মানুষের দৈনন্দিনের দহনকথা । মৃত্যু ,জন্ম ও পূর্ণজন্ম এই আবর্তনে গ্রন্থিত হয় আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত।  ফিনিক্স তখন আর কোন পৌরানিক পাখি নয়, আমাদেরই একজন হয়ে ওঠে। নিজের ছাই থেকে আবার জেগে ওঠে সহস্র  সূর্যের ঔজ্জ্বল্য নিয়ে। ভাবনার এই অন্তঃসলিলা প্রবাহটি ফিরে ফিরে আসে ফিনিক্সের বিভিন্ন কবিতায়।
"আমি আর ডাকিনা, আশ্রয় খুঁজিনা 
বন্ধুমুখে মুখোশ দেখে গাল চিপে হাসি
ঘোর অবিশ্বাসী হয়েও তোমার পাশে থাকি
বিশ্বাস করিনা তোমায়...
এই যন্ত্রণা দেবোনা বলেই
টুকরো হতে হতে ...
রক্তবীজের মত জন্মাই আবার "
          "জ্বরে পুড়ছো ফিনিক্স/তুলতুলে অ্যালকোহলে ভিজিয়ে রেখেছি/ সব কুয়াশার আবেগ!" 
কবি সৌমী আচার্য্যর প্রথম কাব্যগ্রন্থ "জ্বরে পুড়ছো ফিনিক্স"।  বিশিষ্ট নাট্যকর্মী,শিক্ষিকা এবং সুলেখক সৌমী আচার্য্যের যাপন ক্যানভাসটিই এত বিস্তৃত সম্বৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ যে তার সুস্পষ্ট অভিঘাত তাঁর প্রথম কাব্যগ্রন্থে ফুটে ওঠে।
"কতটা পুড়লে কিছু পাওয়া যায়?
কতটা লবন জমা হয় বুকে "
গভীরতায় ডুব সাঁতার দিয়ে এমন বহু মণিমুক্তো কুড়িয়ে আনেন সৌমী। যখন,
"নিভে যাওয়া মুঠো মুঠো শোক সাজানো বাতিস্তম্ভে
আকাশে তখনো রঙিন ফানুস ভীষন রকম দম্ভে"
ঠিক তখনই অক্ষরসাধক সৌমী রাখেন তাঁর 
শুশ্রূষাপঙ্ক্তি
"বুকের ওপর হাতটা রেখো কর্পূর হোক জীবন ক্ষত"।
 উপলব্ধির রসায়নে জারিত জীবনের নোনাকথায়  এ কবি নিজের জাত চিনিয়ে দেন বড় সহজেই।ভাবনা ,বোধ আর আবেগ পারিপার্শ্বিক থেকে কতটা বিচ্ছিন্ন করে সত্বাকে ? গভীর প্রশ্নটি তিনি রেখেছেন বইএর মুখবন্ধেই। তাঁর সমগ্র কবিতাগুচ্ছ পরিক্রমা করে, নিবিষ্ট পাঠক সেই উত্তরের খোঁজে। পাওয়া ,না পাওয়া আর মনের বিচিত্র অন্বেষণের আশ্চর্য্য এক মায়াছবি "জ্বরে পুড়ছো ফিনিক্স"
                "জ্বরে পুড়ছো ফিনিক্স" উৎস্বর্গীকৃত কবির ঠাকুরমার পূণ্যস্মৃতিতে।নান্দীমুখের কবিতাটিও  তদনুসারী।
"বোধনতলায় ধূপ ধোঁয়া ঠাকুমা গন্ধ
নাড়ুর তেল হাতে মেখে শরৎ সন্ধ্যা"
ভোগের ঘ্রাণে বুক ঝুপ্ পুস মেঘের ভেলা 
নতুন জামার আদর ছোঁয়া পুজোর বিকেল"
 নিমেষে আমাদের শারদীয় অনুসঙ্গে নষ্ট্যালজিক করে তোলে।

শৈশব ছাড়িয়ে অবলীলায় কবি প্রবেশ করেন জীবনের সাদায় কালোয় চেতন অবচেতনের অতলান্তিক গভীরতায়। প্রেম যৌনতা পুরুষচেতনা মননশীল নারীর  বৌদ্ধিক জগত উন্মোচিত হয় রহস্যের আবরন সরিয়ে অক্লেশ সহজ সারল্যে।

"ছিঁড়ে খাও পাশে থাকা বন্ধুমন
ভেঙে দাও উড়তে চাওয়া দীঘল ডানা
গ্রাস করো সাধ্যের অতীত অধিকার
তারপর...
চিতাভস্মে,কবরে,কফিনে খুঁজবো উত্তর
ন হন্যতে ...হাসবে সময় "

ন- হন্যতে, গন্তব্য,কিস্তিমাত,দূরত্ব,পোষ্টমর্টেম, উইশ,সেলফিস,আয়ূধ, ফল্গুধারায় যে গভীর যাপন যন্ত্রণার নানা রং এর ছবি তিনি এঁকেছেন,তার সার্থক উত্তরণ ঘটে শিরোনাম কবিতা "জ্বরে পুড়ছো ফিনিক্স "এ এসে ।

 কবির রোমান্টিক মননে আবার কখনো দর্শণের গভীরতা,  জীবনপাঠক সৌমীর বোধের  বিচ্ছুরণ ঘটেছে অমীমাংসিত,গন্তব্য,যাওয়ার পরেও,প্রাক্তন,যেতে দিয়েছি তবু,পোষ্টমর্টেম,ছুঁয়ে দেবেই, উইশ,চোরাবালি,ভ্যালেনটাইন ডে অথবা,বুকের ভিতর লোকানো ছায়া অথবা ছবি কবিতাগুলিতে । 
"ধরো আমার মন খারাপ/তোমার মনেও মেঘলা জমে?/আমার শরীর বেসুর হলে/তোমার ও কি সুখটা কমে? "
এমন আন্তরিক  সমর্পনের কথামালা পরিপূর্ণতা পায় ,যখন কবি তাঁর প্রত্যয়ী কলমে লেখেন
" ঝড় থেমেছে বাইরে বহুদিন
অনদরমহল নতুন আসবাবে সাজানো
নোনাধরে গেছে তিতকূটে অজুহাতে
তবু ঠোঁটের নীচের কাটা দাগটাতে
প্রাক্তন সযত্নে ঘুমিয়ে এখনো"
কবি সৌমী একজন মেধাবী নাট্যকর্মী । নাট্যচর্চার সুবাদে সমাজ ,মানুষ সবের সাথেই তাঁর আত্মিক যোগাযোগ।তাঁর তীব্র প্রতিফলন দেখতে পাওয়া যায় বিশ্বাস,গুপ্ত-ঘাতক,সস্তার উৎসবে কবিতায় । 
চেতনায়,প্রেমে,যাপন উৎসবে সর্বত্র কবিতা র প্রাণময় স্পর্শ পাঠককে ছুঁয়ে যাবেই । সৌমী আচার্য্য তাঁর বিশিষ্টতার অভিজ্ঞান রেখে যাবেন সমকালীন বাংলা সাহিত্যে ,আমরা প্রত্যাশী ।

" বয়ে যাক স্রোতে সবটুকু...কর্ণফুলী,তিতাস কিংবা সুবর্ণরেখা
সব জলেই আমি একা
মনে মনে না থাকাটাই তো চলে যাওয়া
সমান্তরাল হয়ে ঝুলে থাকে দায়
মায়া চুঁইয়ে ওঠে শীতার্ত জলে
শুন্যতায় গুমরে ওঠে ক্ষ্যাপা বাউল
চুপ...ভীষন চুপ কোলাহলের জগৎ ।"
এমন কবিতার সামনে স্তব্ধ হয়ে বসতে হলে পড়তেই হবে, "জ্বরে পুড়ছো ফিনিক্স" ...
কবি সৌমী আচার্য্যের অভিষেক কাব্যকৃতীর প্রতি গভীর আস্হা রেখে তাঁর উত্তরণ কামনা করি।
পরিশেষে যে বিষয়টি সবিশেষ উল্লেখযোগ্য সেটি হলো, বইটির নির্মাণ । প্রচ্ছদ, মুদ্রণ, বাঁধাইও সামগ্রিক ভাবে অতুলনীয়। রা প্রকাশন থেকে প্রকাশিত ব ইটির পৃষ্ঠায় পৃষ্ঠায় সেই যত্ন ,নিষ্ঠা ও আন্তরিকতার ছাপ স্পষ্ট ।
কবি ও প্রকাশক উভয়কেই তাদের সার্থক প্রয়াসটির জন্য  শুভেচ্ছা জানাই।


★★কাব্যগ্রন্থঃ " জ্বরে পুড়ছো
ফিনিক্স" ★★
কবিঃ সৌমী আচার্য্য
প্রকাশকঃ রা প্রকাশন
প্রচ্ছদ ভাবনা, বিন্যাস ও অলংকরন ঃ ধীমান পাল
বিনিময় মূল্যঃ ৬০টাকা/ মাত্র

 

মন্তব্যসমূহ

  1. আমি কৃতজ্ঞ এমন সুন্দর করে আমার অক্ষরকে আশ্রয় দেবার জন‍্য।ভালোবাসা,শ্রদ্ধা।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য