সৌমী আচার্য
দিনান্তের_কথা_কোলাজ
#কবি_অসিত_মণ্ডল
স্রোত
পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে কবি অসিত মণ্ডলের কাব্যগ্রন্থ'দিনান্তের
কথা কোলাজ'।বইটি সেজে আছে সাতান্নটি কবিতায়।প্রেম তার নানা রঙের বিচিত্র
সমাহারে কবির মানসপটে এসে ভীড় করে রয়েছে।এই ভীড়ে থাকতে ভালো লাগে মনে হয়
এমন যাপন সুখের।প্রেম থাকলে থাকবে যন্ত্রণা,একাকীত্ব, শূণ্যতা তবু সবশেষে
ভালোবাসার আশ্রয়ে এসে কবি পাঠ দেন গভীরবোধের,"প্রেম চিরদিন উপেক্ষাতেই
তীব্রগতি"
এই কবিতার বই
আপনাকে চুপটি করে বসিয়ে দেবে পাহাড়ী নদীর বাঁকে।সন্ধ্যা সমাগত
প্রায়,প্রিয়জনের চোখে চোখ রেখে ভিজে যাবেন অকাল শ্রাবণে।গোটা বইটি জুড়ে
প্রেমিকের অস্ফূট শব্দ রিনরিনে শব্দে বয়ে গেছে।যার প্রেমিকার 'দীঘল
চোখ','ফলসা রঙা শাড়ি'আপনাকে সেই নদীমুখে নিয়ে যাবে যেখানে'ঈর্ষার নীল রং
ফিকে হয়'প্রবল ভালোবাসায়।
একি
সত্যিই দিনান্তের কথা কোলাজ নাকি বৃষ্টি প্রেমের রংমশাল?পাঠক স্থির করবেন
স্বেচ্ছায়।কি অদ্ভুত শব্দে কবি বলেন'অন্তহীন অপেক্ষার নাম ভালোবাসা'আর
তখনি দর্পণে 'জারুল রঙের শাড়ি'দিব্ব্যি টলটল করে ওঠে।'বৃষ্টি ফোঁটায় তুখোড়
প্রেমিক' হয়ে উঠতে তখন আর বাধা কোথায় এমনকি'জোছনাধারায় তুমুল ভিজি'বলতেও
আপনার দ্বিধা হবে না।
তাঁর
ছোঁয়ায় বৃষ্টি,সাম্যবাদী বৃষ্টি,জয়ন্তী পাহাড়ের বৃষ্টি,এমনকি
স্বেচ্ছাচারী বৃষ্টিতে ভিজতে ভিজতে আপনি বুঝতেও পারবেন না সত্যিই প্রেমের
কোলাজে কখন যেন মগ্ন হয়ে ডুবে গেছেন।বিরহ কবির সহজাত আপনি তাকে অনুভব করতে
পারবেন বলা ভালো ছুঁয়ে যাবেন এই বইতে।
আমার চেতনায় এই বইয়ের ব্যতিক্রমী কবিতা "বাঁক"কবির জীবন দর্শন বলা যেতে পারে।জগৎ ও জীবনকে দেখার অন্যতর দৃষ্টিকোণ।কবি যখন বলেন,
"নিজেই মুখাগ্নি করি চিতাকাঠ সাজিয়ে
বন্ধুরা না এলে দায় তো মৃতেরই একার"
দীর্ঘশ্বাস
বেরিয়ে আসবে।সন্ধ্যার আলোয় প্রেমিক,বর্ষাপাগল কবিকে একা হেঁটে যেতে
দেখবেন দীর্ঘপথ।"সব পাখির ঘরে ফেরা হয় না" হয়তো।তবু কবি বলেন,"ভালো
থেকো,ভালোবেসে"
অনন্ত
শুভেচ্ছা জানাই কবিকে তাঁর এমন প্রেমময় কবিতা কোলাজ উপহার দেবার জন্য।কবি
অকারণ শব্দের ভারে আপনাকে ক্লান্ত করবেন না,মাথা খুঁড়ে অর্থ উদ্ধারের
চেষ্টা করতেও হবেনা আপনাকে অথচ কবিতার গভীরতা,আবেগ আপনাকে ছুঁয়ে যাবে।কবিকে
যত পড়বেন তত আপনিও ভিজে যাবেন"থোকা থোকা ঋতুমতী মেঘ"এ।
খুব ভালো রিভিউ হয়েছে । অতিরিক্ত উচ্ছ্বাসময়তা নেই । মনে হচ্ছে এক্কেবারে একজন অচেনা অপরিচিত কবির কবিতার বই হঠাৎ হাতে এসে পৌঁছেছে । ঠিক প্রথম পড়ায় যেমন মনে হয়েছে পুরো সেটাই লেখা হয়েছে । ঠিক এই ধরনের রিভিউ আমি পছন্দ করি ।
উত্তরমুছুনখুব ভালো লাগলো এই প্রতিক্রিয়া
উত্তরমুছুন